ঝাড়খন্ডের গিরিডির কাছে রেল লাইনে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। যার জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে হাওড়া-গয়া-দিল্লি লাইনে ট্রেন চলাচল। কিছুকিছু ট্রেনের যাত্রাপখ ঘুরিয়েও দেওয়া হয়েছে।
পূর্ব মধ্য রেলের সিপিআরও রাজেশ কুমার জানান, টহলদার গৌরব রাজ এবং রোহিত কুমার সিং রাত ০০:৩৪ মিনিটে চিচকির স্টেশন মাস্টারকে জানান যে কারামাবাদ-চিচাকি স্টেশনের মাঝে একটি বিস্ফোরণ ঘটেছে। এরপরেই নিরাপত্তার কারণে হাওড়া-দিল্লি লাইনে গোমো-গয়া অংশে রেল চলাচল বন্ধ করা হয়েছে।
যে ট্রেনগুলির রুট বদলে দেওয়া হল
১. ট্রেন নম্বর ১২৩০৭ হাওড়া-যোধপুর এক্সপ্রেস ঝাঝা-পটনা-ডিডিইউ হয়ে চলছে
২. ট্রেন নম্বর ১২৩২১ হওড়া-ছত্রপতি শিবাজি টার্মিনাস এক্সপ্রেস ঝাঝা-পটনা-ডিডিইউ হয়ে চলছে
৩. ট্রেন নম্বর ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেস গয়া-পটনা-ঝাঝা হয়ে চলছে
৪. ট্রেন নম্বর ১২৩২২ ছত্রপতি শিবাজি মহারাজ-হাওড়া এক্সপ্রেস গয়া-পটনা-ঝাঝা হয়ে চলছে
৫. ট্রেন নম্বর ২২৮২৪ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, ১২৩১৪ নয়া দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এবং ১২৩০২ নয়া দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ডিডিইউ-পটনা-ঝাঝা হয়ে চলছে।
৬. ট্রেন নম্বর ১২৮১৪ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস হাজারিবাগ টাউন-বরকাকানা হয়ে চলছে
৭. ট্রেন নম্বর ১২৮২৬ আনন্দ বিহার-রাঁচি ঝাড়খন্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস কোডরমা-হাজারিবাগ টাউন-বরকাকানা হয়ে চলছে
নিয়ন্ত্রিত যে সমস্ত গাড়ির যাত্রা
১৩৩২৯ ধানবাদ-পটনা এক্সপ্রেস রাত ০০:৩৫ মিনিটে চৌধরীবাঁধে থামিয়ে দেওয়া হয়েছে
১৮৬২৪ হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস রাত ০০.৩৭ মিনিটে পরেশনাথে থামিয়ে দেওয়া হয়েছে
১৮৬০৯ রাঁচি-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস ০০:৫৫ মিনিটে পরেশনাথে থামিয়ে দেওয়া হয়েছে
আরও পড়ুন - বাংলার কোনও মুখ্যমন্ত্রী অতীতে পদ্ম সম্মান পেয়েছেন?