Mayawati Expels Nephew Akash Anand: সবাই ভাবত 'উত্তরসূরি', সেই ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন 'পিসি' মায়াবতী

নিজের ভাইপো আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার করলেন বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। সূত্রের খবর, আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থের 'প্রভাবে'র কারণেই নাকি তাঁকে বিএসপি থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement
সবাই ভাবত 'উত্তরসূরি', সেই ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন 'পিসি' মায়াবতী

নিজের ভাইপো আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার করলেন বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। সূত্রের খবর, আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থের 'প্রভাবে'র কারণেই নাকি তাঁকে বিএসপি থেকে বহিষ্কার করা হয়েছে। একটি টুইটে ভাইপো আনন্দকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে নিজেই জানিয়েছেন মায়াবতী।

এই সিদ্ধান্ত নিঃসন্দেহে চমকপ্রদ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াকিবহাল সূত্রের খবর, শ্বশুর অশোক সিদ্ধার্থের প্রভাবের কারণেই বিএসপি থেকে আকাশকে বহিষ্কার করা হয়েছে। মায়াবতী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও এই বহিষ্কারের বিষয়ে পোস্ট করেছেন। সেখানে জানিয়েছেন, 'দল এবং আন্দোলনের কল্যাণের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

মায়াবতী বলেন যে বিএসপির সর্বভারতীয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই আকাশ আনন্দকে নিয়ে আলোচনা হয়। সেখানেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, আকাশ আনন্দ তাঁর শ্বশুরের প্রভাবে দলের স্বার্থ উপেক্ষা করছেন। সেই কারণে, তাঁকে জাতীয় সমন্বয়কারী-সহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। দলের মতে, এই পরিস্থিতিতে আকাশের আরও ম্যাচুওয়রিটি ও অনুতাপ প্রকাশ করা উচিত ছিল।

আকাশ আনন্দকে গতকালই সতর্ক করা হয়েছিল
মায়াবতী পোস্টে লিখেছেন, 'গতকাল বিএসপির সর্বভারতীয় সভায়, আকাশ আনন্দকে জাতীয় সমন্বয়কারী সহ সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ, তিনি দলের স্বার্থের চেয়েও বেশি তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের প্রভাবে চলছিলেন। দল থেকে বহিষ্কারের জন্য তাঁর অনুতপ্ত হওয়া উচিত ছিল।'

আকাশ আনন্দকে 'অহংকারী' বলেন মায়াবতী

মায়াবতীর কথায়, অনুতাপের বদলে আকাশ আনন্দ একটি লম্বা উত্তর দেন। সেটি দলীয় নেতৃত্ব ভালভাবে নেয়নি। মায়াবতী এই কারণেই আকাশকে 'অহংকারী' বলেও উল্লেখ করেন। তিনি এটিকে নিছক স্বার্থপর মনোভাব হিসেবে বর্ণনা করেন। দলের আদর্শ এবং লক্ষ্যের সঙ্গে আকাশের মনোভাব মেলে না বলেও উল্লেখ করেন মায়বতী। শুধু আকাশই নন, মায়াবতী তাঁর পোস্টে, এই ধরণের আচরণকারী দলের সকল সদস্যদেরও সতর্ক করেছেন।

POST A COMMENT
Advertisement