Menstruation Ceremony: প্রথম ঋতুস্রাব উদযাপন করল কিশোরীর পরিবার, শুভেচ্ছায় ভরাল ইন্টারনেট

কেরলের এক তরুণীর প্রথম ঋতুস্রাব উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নারীত্বের প্রথম পদক্ষেপকে সম্মান জানিয়ে পরিবার যে ভালোবাসা, গর্ব ও গ্রহণযোগ্যতার বার্তা দিয়েছে, তা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।

Advertisement
প্রথম ঋতুস্রাব উদযাপন করল কিশোরীর পরিবার, শুভেচ্ছায় ভরাল ইন্টারনেট
হাইলাইটস
  • কেরলের এক তরুণীর প্রথম ঋতুস্রাব উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
  • নারীত্বের প্রথম পদক্ষেপকে সম্মান জানিয়ে পরিবার যে ভালোবাসা, গর্ব ও গ্রহণযোগ্যতার বার্তা দিয়েছে, তা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।

কেরলের এক তরুণীর প্রথম ঋতুস্রাব উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নারীত্বের প্রথম পদক্ষেপকে সম্মান জানিয়ে পরিবার যে ভালোবাসা, গর্ব ও গ্রহণযোগ্যতার বার্তা দিয়েছে, তা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।

ইনস্টাগ্রামে রেশমা সুরেশ নামে এক মহিলা ভিডিওটি শেয়ার করেন, যা ইতিমধ্যেই ৬.৯ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। দক্ষিণ ভারতের বহু অঞ্চলে এই ধরনের ‘মেনার্চ সেলিব্রেশন’ সাংস্কৃতিক ও মানসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেয়েটিকে প্রথমে দুধ দিয়ে স্নান করানো হয়—যা পবিত্রতা ও নতুন সূচনার প্রতীক। এরপর তাকে ফুলের মালা পরানো হয় এবং আরতি করা হয়। পরবর্তী পর্বে পরিবারের মহিলা ও পুরুষ সদস্যরা তার গায়ে হলুদের পেস্ট লাগান, যা আশীর্বাদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। অনুষ্ঠান শেষে মেয়েটিকে সুন্দরভাবে সাজানো হয়, এবং পরিবারের সদস্যরা তাকে ভালোবাসা দিয়ে মিষ্টি খাওয়ান, যা রীতির সমাপ্তি চিহ্নিত করে।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা মন্তব্যে ভরে দেন প্রশংসা ও আবেগে। বিশেষভাবে প্রশংসিত হয়েছে মেয়েটির ভাইয়ের আচরণও। অনুষ্ঠানের সময় তার স্নেহ, যত্ন ও শ্রদ্ধা অনেকের মন জয় করেছে। অনেকেই বলেছেন, এই ধরনের রীতিই সমাজে পরিবর্তনের বার্তা বহন করছে। অতীতে যেখানে ঋতুস্রাব ছিল লজ্জা বা অশুচিতার প্রতীক, সেখানে এখন সেটি উদযাপনের, আত্মমর্যাদা ও নারীত্বের স্বীকৃতির প্রতীক হয়ে উঠছে।
 

 

POST A COMMENT
Advertisement