Google Map : অসম পুলিশকে ভুলবশত নাগাল্যান্ডে নিয়ে গেল গুগল ম্যাপ, চরম হেনস্থার শিকার

অপরাধী ধরতে গিয়ে যেন নিজেরাই অপরাধী বনে গেলেন পুলিশকর্মীরা। তাঁদের দুষ্কৃতী ভেবে সারারাত আটকে রাখা হল। সৌজন্যে গুগল ম্যাপ। পরে যদিও আর এক দল পুলিশ এসে অসম পুলিশের সেই কর্মীদের উদ্ধার করেন।

Advertisement
অসম পুলিশকে ভুলবশত নাগাল্যান্ডে নিয়ে গেল গুগল ম্যাপ, চরম হেনস্থার শিকার representative image
হাইলাইটস
  • অপরাধী ধরতে গিয়ে যেন নিজেরাই অপরাধী বনে গেলেন পুলিশকর্মীরা
  • তাঁদের দুষ্কৃতী ভেবে সারারাত আটকে রাখা হল
  • সৌজন্যে গুগল ম্যাপ

অপরাধী ধরতে গিয়ে যেন নিজেরাই অপরাধী বনে গেলেন পুলিশকর্মীরা। তাঁদের দুষ্কৃতী ভেবে সারারাত আটকে রাখা হল। সৌজন্যে গুগল ম্যাপ। পরে যদিও আর এক দল পুলিশ এসে অসম পুলিশের সেই কর্মীদের উদ্ধার করেন। তবে ততক্ষণে যা হেনস্থার শিকার হওয়ার হয়ে গিয়েছেন অসম পুলিশের একদল কর্মী। 

অচেনা জায়গায় যাওয়ার এখন একমাত্র ভরসা হল গুগল ম্যাপ। GPS অন করে দূরদূরান্তে চলে যাওয়া যায়। কিন্তু সেই গুগল ম্যাপই যে সর্বনাশ ডেকে আনবে তা ঘুণাক্ষরেও টের পাননি অসম পুলিশের একটি টিম। আসলে হয়েছে কী, ১৬ সদস্যের পুলিশের একটি টিম এক অপরাধীকে গাড়িতে করে ধাওয়া করে। অপরাধীর যেখানে ঘাপটি মেরে থাকার কথা সেই জায়গাটি GPS-এ দেয় পুলিশ। সেই মতো গাড়িও চালানো শুরু হয়। কিন্তু এক সময় পুলিশকর্মীরা দেখেন তাঁরা অসম পেরিয়ে নাগাল্যান্ডের মোকোকচুঙ্গ জেলায় প্রবেশ করেছেন। 

ততক্ষণে নাগাল্যান্ডের সেই এলাকার একদল লোক পুলিশকে ঘিরে ধরেছে। আসলে বেশিরভাগ পুলিশকর্মীই সাদা পোশাকে ছিলেন। ফলে বোঝার উপায় ছিল না, তাঁরা আদৌ পুলিশ কিনা। গ্রামবাসীদের হেনস্থার মুখে পড়তে হয় অসম পুলিশকে। এদিকে ঘটনার খবর যায় নাগাল্যান্ড পুলিশের কাছে। তারা এসে আসম পুলিশের কর্মীদের উদ্ধার করে। 

একজন পুলিশ আধিকারিক জানান, তাঁরা যে লোকেশন দিয়েছিলেন সেটা অসমের বলে দেখাচ্ছিল। কিন্তু গাড়ি নাগাল্য়ান্ডে পৌঁছে যায়। আর তাঁদের মধ্যে তিনজন মাত্র পুলিশের পোশাকে ছিলেন। বাকিরা সাদা পোশাকে। সেই কারণে নাগাল্যান্ডের কয়েকজন লোক ঘিরে ধরে। পরে যদিও উদ্ধার করে স্থানীয় পুলিশ। 

সংবাদসংস্থা জানিয়েছে, নাগাল্যান্ড পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা বুঝতে পারেন তাঁরা আসল পুলিশকর্মীদেরই আটকে রেখেছেন। তাঁরা প্রথমে ৫ জন ও পরদিন সকালে ১১ পুলিশকর্মীকে ছেড়ে দেন।    

POST A COMMENT
Advertisement