Mithun Chakraborty: মাতৃহারা মিঠুন, প্রয়াত শান্তিরানি চক্রবর্তী

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। শুক্রবার সকালে একটি ট্যুইটের মাধ্যমে এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অভিনেতাকে সমবেদনা জানিয়েছেন তিনি। প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। বছর তিনেক আগে বাবাকে হারিয়েছেন অভিনেতা। এবার মাকেও হারালেন। মিঠুনের মা শান্তিরানি দেবী, অভিনেতার সঙ্গে মুম্বইতেই থাকতেন তিনি।

Advertisement
মাতৃহারা মিঠুন, প্রয়াত শান্তিরানি চক্রবর্তীফাইল ছবি।
হাইলাইটস
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী।
  • শুক্রবার সকালে একটি ট্যুইটের মাধ্যমে এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
  • অভিনেতাকে সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। শুক্রবার সকালে একটি ট্যুইটের মাধ্যমে এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অভিনেতাকে সমবেদনা জানিয়েছেন তিনি। প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। বছর তিনেক আগে বাবাকে হারিয়েছেন অভিনেতা। এবার মাকেও হারালেন। মিঠুনের মা শান্তিরানি দেবী, অভিনেতার সঙ্গে মুম্বইতেই থাকতেন তিনি।

খবর অনুযায়ী, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বছর তিনেক আগে বাবাকে হারান মিঠুন চক্রবর্তী। জোড়াবাগানের বাড়িতে এক সময় চার ভাই বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। মুম্বইয়ে তাঁর লড়াইয়ের কথা প্রায় সকলের জানা। যেমন কষ্ট করেছেন, তেমনই পেয়েছেন নাম যশ খ্যাতি। অভিনেতা তাঁর মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বইতে। সেখানে তাঁর সঙ্গেই থাকতেন তিনি। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। 

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’’ 
 

 

POST A COMMENT
Advertisement