Mithun Chakraborty: '১৪০ কোটি ভারতীয়ের প্রস্রাবে সুনামি আসবে পাকিস্তানে,' তীব্র কটাক্ষ মিঠুনের

পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা তথা BJP নেতার দাবি, একটি বাঁধ তৈরি করে প্রস্রাব করবে ১৪০ কোটি ভারতীয় এবং তারপর সেটি খুলে দিতে সুনামিতে ভেসে যাবে পাকিস্তান। বিলাওয়াল ভুট্টোর উদ্দেশে এহেন মন্তব্য করেন মিঠুন।

Advertisement
'১৪০ কোটি ভারতীয়ের প্রস্রাবে সুনামি আসবে পাকিস্তানে,' তীব্র কটাক্ষ মিঠুনেরমিঠুন চক্রবর্তী, বিলাওয়াল ভুট্টো
হাইলাইটস
  • বিলাওয়াল ভুট্টোকে কড়া ভাষায় আক্রমণ মিঠুনের
  • ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব করলে পাকিস্তান ভেসে যাবে বলে কটাক্ষ
  • সিন্ধু জলচুক্তি নিয়ে বিলাওয়ালের হুমকির প্রেক্ষিতে জবাব মিঠুনের

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরমাণু হুঁশিয়ারির পাশাপাশি এবার আসরে নেমেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও।  সিন্ধু প্রদেশের সরকারের সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল ভুট্টো দাবি করেন, সিন্ধু নদের জল পাকিস্তানে আসতে বাধা দিলে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার উপর হামলা হবে। এ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা তথা BJP নেতা মিঠুন চক্রবর্তী। 

বিলাওয়াল ভুট্টোর উদ্দেশে মিঠুন চক্রবর্তীর বক্তব্য, 'এমন মন্তব্য করতে থাকলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আর তেমনটা হলে একের পর এক ব্রহ্মস চলবে।' তাঁর সংযোজন,'আমরা ঠিক করেছি একটি বড় বাঁধ তৈরি করব। আর সেখানে ১৪০ কোটি ভারতীয় প্রস্রাব রবে। এরপর সেই বাঁধ খুলে দেব। সুনামিতে ভেসে যাবে।' তবে পাকিস্তানের আমজনতার প্রতি কোনও ক্ষোভ নেই বলেও উল্লেখ করেছেন মিঠুন চক্রবর্তী। 

উল্লেখ্য,গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু চুক্তি স্থগিত করে দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার সম্প্রতি ঘোষণা করেছেন, ভারত এই ঐতিহাসিক চুক্তি পুনরায় চালু করবে না। বিলাওয়াল বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদে হামলার ঘোষণা করেন, তাহলে তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার উপর আঘাত করবেন। সিন্ধু নদ যখনই হুমকির মুখে পড়েছে, তখনই তা রক্ষায় এগিয়ে এসেছে সিন্ধু প্রদেশের লোকেরা। যুদ্ধের ক্ষেত্রে মোদীর মোকাবিলা করার শক্তি পাকিস্তানের জনগণের রয়েছে।' ভারতকে সতর্ক করে দিয়ে বিলাওয়াল বলেন, 'আরও একটি যুদ্ধ হলে পাকিস্তান তার ৬টি নদীর সবক'টি পুনরুদ্ধার করবে।'

এদিকে সিন্ধু সিস্টেমের কোনও নদীর ওপর ভারত বাঁধ তৈরি করলে পাকিস্তান তা ১০টি মিসাইল দিয়ে উড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। একইসঙ্গে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মুনির পরমাণু হামলার হুমকি দেন। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, 'আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় আমরা যুদ্ধে হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement