এবার আরও শক্তিশালী লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট তেজস তৈরি করতে চলেছে ভারত। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ৯৭টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট তেজস MK-1A ক্রয় করা হবে। এর মধ্যে রয়েছে ৬৮টি ফাইটার ভ্যারিয়েন্ট এবং ২৯টি টুইন সিটার ভ্যারিয়েন্ট। চুক্তির মূল্য ধার্য হয়েছে ৬২ হাজার ৩৭০ কোটি টাকা। ২৫শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী ২০২৭-২৮ সাল থেকে বিমান সরবরাহ শুরু হবে এবং ৬ বছরের মধ্যে তা সম্পূর্ণ হবে।
এয়ারক্রাফ্টগুলিতে ৬৪% এর বেশি দেশিয় উপাদান ব্যবহৃত হবে। জানুয়ারি ২০২১ সালে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তির তুলনায় এখানে অতিরিক্ত ৬৭টি দেশীয় আইটেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অত্যাধুনিক দেশিয় প্রযুক্তি যেমন উন্নত অ্যাকটিভ ইলেকট্রনিকালি স্ক্যানড অ্যারে (AESA) ব়্যাডার, স্বয়ংক্রিয় রক্ষা কবচ এবং কন্ট্রোল সারফেস অ্যাকচুয়েটরস। এসব সংযোজন আত্মনির্ভরতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সরাসরি উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত রয়েছে প্রায় ১০৫টি দেশীয় সংস্থা। উৎপাদনের সময় প্রতি বছর প্রায় ১১ হাজার ৭৫০টি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশীয় বিমান ও প্রতিরক্ষা শিল্পকে বড় মাত্রায় এগিয়ে নিয়ে যাবে।
ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিউর ২০২০-র ‘Buy (India-IDDM)’ শ্রেণির অধীনে এই চুক্তিটি হয়েছে। লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট MK-1A স্বদেশি নকশায় নির্মিত সবচেয়ে উন্নত ফাইটার এয়ারক্রাফ্ট ভ্যারিয়েন্ট। যা ভারতীয় বিমান বাহিনীর (IAF) কার্যকরী চাহিদা পূরণে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের ভূমিকা পালন করবে। ফলে সম্পূর্ণ স্বদেশি পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্টগুলি দেখে বুক কাঁপবে পাকিস্তানের।