MOTN: মোদীর জনপ্রিয়তা আরও বাড়িয়েছে রাম মন্দির, সমীক্ষায় আর কী কী উঠে এল?

Mood of the Nation: সমীক্ষা বলছে, এখনই যদি দেশে নির্বাচন হয়, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে, দেশে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। 

Advertisement
মোদীর জনপ্রিয়তা আরও বাড়িয়েছে রাম মন্দির, সমীক্ষায় আর কী কী উঠে এল?PM Narendra Modi
হাইলাইটস
  • খনই যদি দেশে নির্বাচন হয়, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে।
  • প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। 

সমাসন্ন লোকসভা নির্বাচন। বাকি আর কয়েক মাস। ভোটের দেশের জনাদেশ কোন পথে, তা বোঝার জন্য 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। ওই সমীক্ষায় উঠে এসেছে, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর একলাফে জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সমীক্ষা বলছে, এখনই যদি দেশে নির্বাচন হয়, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে, দেশে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। 

সমীক্ষায় ৪২ শতাংশ মতদাতাই বলেছেন, অযোধ্যার রাম মন্দির নির্মাণ নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। ওই দিন প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তাহারেও ছিল রাম মন্দির নির্মাণের কথা। রাম মন্দির ছাড়াও আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান আধিপত্য বৃদ্ধিও নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব হিসেবে দেখছেন মতদাতারা। সমীক্ষায় ১৯ শতাংশ আম জনতার মতে, আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান ক্রমাগত পোক্ত করেছেন মোদী। 

১২ শতাংশ সাধারণ মানুষের মতে, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ বাতিলের সিদ্ধান্তও নরেন্দ্র মোদী সরকারের জনপ্রিয়তার কারণ। এছাড়াও ৯  শতাংশ পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইকের কথাও মনে করিয়ে দিয়েছেন। এমনকি নোটবন্দি ও কোভিড মোকাবিলায় ৬ শতাংশ মানুষ মোদী সরকারকে কৃতিত্ব দিয়েছে। ৫ শতাংশ মতদাতা মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র সরকার যথাবিহিত ব্যবস্থা নিয়েছে। 

আজ নির্বাচন হলে কে কত আসন পাবে? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে দাঁড়িয়ে বলেছেন, একা ৩৭০টির বেশি আসন নিয়ে ক্ষমতায় সরকার গঠন করবে বিজেপি। এনডিএ পাবে ৪০০ আসন। সমীক্ষা বলছে, ৫৪৩টির মধ্যে এনডিএ পাবে ৩৩৫টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ১৬৬টি আসন। অন্যরা ৪২টি। এর মধ্যে বিজেপি এককভাবে ৩০৪টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৭১টি আসন। অন্যদের ঝুলিতে যেতে পারে ১৬৮টি।

মুড অফ দ্য নেশন
মুড অফ দ্য নেশন

সমীক্ষা কীভাবে করা হয়েছে? 

ইন্ডিয়া টুডে সি ভোটারের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা চালানো হয়েছে ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই। ১,৪৯,০০৯২ জন মানুষের মতামত নেওয়া হয়েছে। দেড় মাস ধরে চলা এই সমীক্ষায় প্রায় ৩৫ হাজার মানুষের সঙ্গে সরাসরি কথা হয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement