উত্তরপ্রদেশের বাস্তি জেলায় এক বিস্ময়কর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর, হবু জামাইয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে অবশেষে পালিয়ে গেলেন এক মহিলা। এমনই ঘটনা ঘটেছে বাস্তির দুবাউলিয়া থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, পরিবার ও সমাজজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
জানা গিয়েছে, চার মাস আগে দুবাউলিয়া এলাকার এক যুবকের সঙ্গে গোন্ডা জেলার এক গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। কথাবার্তা চলার মধ্যেই তরুণীর মা-ও ছেলেটির সঙ্গে ফোনে কথা বলা শুরু করেন। প্রথমদিকে এই বিশেষ ঘনিষ্ঠতা নিয়ে কেউ সন্দেহ করেনি। তবে সময়ের সঙ্গে কথোপকথনের সময় বেড়ে যাওয়া এবং আচরণে পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ দানা বাঁধে।
পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর, মেয়ের পরিবার ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং অন্যত্র বিয়ে ঠিক করে দেয়। মে মাসে বিয়ের দিনও নির্ধারিত হয়। কিন্তু বিয়ের ঠিক আগে, মাত্র তিন দিন আগে, হবু শাশুড়ির সঙ্গে পালিয়ে যায় ওই যুবক।
পরিবার নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেও যখন কোনো সূত্র পাননি, তখন দুবাউলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক ও মহিলাকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করা হয়েছে। মোবাইল লোকেশন ট্র্যাক করে সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে বর্তমানে উভয়ের মোবাইল বন্ধ থাকায় তাদের সন্ধান পেতে সমস্যা হচ্ছে।
বাস্তির এই ঘটনাটি আলিগড়ের সাম্প্রতিক ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। সেখানেও এক মহিলা তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। দুই ঘটনাতেই বিয়ের পর্বে হবু জামাই ও হবু শাশুড়ির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং শেষপর্যন্ত তা পালিয়ে যাওয়ার সিদ্ধান্তে গড়ায়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে তদন্ত চলছে এবং খুব শীঘ্রই উভয়কেই উদ্ধার করা সম্ভব হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।