Zubeen Garg: ষষ্ঠীর দিনেও জুবিনের সমাধিস্থলে ভক্তদের ভিড়, হঠাৎ হলটা কী?

আসামের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর নয় দিন কেটে গেলেও শোকার্তদের ভিড় কমছে না। বাংলার মতো অসমেও দুর্গাপুজো চলছে। কিন্তু এবছর উৎসবের আমেজ ফিকে। ষষ্টির সকাল থেকে সোনাপুরে গায়কের সমাধিস্থলে ভিড় জমছে। উৎসবের বদলে তাঁরা বেছে নিয়েছেন প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোকে।

Advertisement
ষষ্ঠীর দিনেও জুবিনের সমাধিস্থলে ভক্তদের ভিড়, হঠাৎ হলটা কী?পুজোর দিনেও জুবিনের সমাধিস্থলে ভিড়।
হাইলাইটস
  • আসামের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর নয় দিন কেটে গেলেও শোকার্তদের ভিড় কমছে না।
  • বাংলার মতো অসমেও দুর্গাপুজো চলছে।

আসামের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর নয় দিন কেটে গেলেও শোকার্তদের ভিড় কমছে না। বাংলার মতো অসমেও দুর্গাপুজো চলছে। কিন্তু এবছর উৎসবের আমেজ ফিকে। ষষ্টির সকাল থেকে সোনাপুরে গায়কের সমাধিস্থলে ভিড় জমছে। উৎসবের বদলে তাঁরা বেছে নিয়েছেন প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোকে।

সাধারণত এই সময় শিলং বা অন্য পাহাড়ি পর্যটনকেন্দ্রে পরিবারের ছুটির ভ্রমণ দেখা যায়। আবার স্থানীয় পুজো প্যান্ডেলগুলোতেও থাকে উপচে পড়া ভিড়। কিন্তু এ বছর ষষ্ঠীর রবিবার সেই চিত্র ভিন্ন। আসাম জুড়ে অসংখ্য মানুষ ভ্রমণ ও উৎসবের বদলে গেছেন জুবিনের স্মৃতিসৌধে, প্রমাণ করেছেন শিল্পীর কণ্ঠস্বর কত গভীরভাবে মিশে আছে তাদের সাংস্কৃতিক চেতনার সঙ্গে।

সমাধিস্থলের চারপাশে ভক্তদের একটানা উপস্থিতি দেখা গেছে। স্থানীয় নামঘরিয়া ভক্তরা নিরবচ্ছিন্ন নামকীর্তন পাঠ করেছেন, যা পরিবেশকে আরও আধ্যাত্মিক করেছে। মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে গায়ককে স্মরণ করেছেন আগতরা। ব্যক্তিগত শোকের সঙ্গে সাম্প্রদায়িক ভক্তির এই মিলন ষষ্ঠীর মতো ধর্মীয় তাৎপর্যপূর্ণ দিনে এক অনন্য আবহ তৈরি করেছে।

স্থানীয় প্রশাসন ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। যেদিন দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার কথা ছিল, সেদিনই মানুষ ভিন্ন পথে হাঁটলেন, একজন শিল্পীর প্রতি সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, যার গান একসময় অসংখ্য উৎসবের সাউন্ডট্র্যাক ছিল। 

 

POST A COMMENT
Advertisement