scorecardresearch
 

Shivraj Singh Chouhan: 'প্রেসক্রিপশনে লিখুন শ্রী হরি, নীচে ওষুধের নাম', ডাক্তারদের পরামর্শ শিবরাজের

এ দিন ভারত ভবনে 'হিন্দি বিচার' অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শিবরাজ। সেখানে আরও একধাক এগিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন,'প্রেসক্রিপশনের উপরে শ্রী হরি লিখে হিন্দিতে ওষুধের নাম লিখুন। গ্রামে-গঞ্জে ডাক্তার দরকার।'

Advertisement
শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান।
হাইলাইটস
  • 'হিন্দি বিচার' অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শিবরাজ।
  • প্রেসক্রিপশনে শ্রী হরি লেখার পরামর্শ।

দেশে প্রথমবার হিন্দিতে লেখা ডাক্তারি বই পড়ার সুযোগ পাবেন মধ্যপ্রদেশের পড়ুয়ারা। শনিবার ভোপালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শ দিলেন,রোগীর প্রেসক্রিপশনে হিন্দিতে ওষুধের লিখুন চিকিৎসকরা। শিবরাজের কথায়,'হিন্দিতে লিখতে সমস্যা কোথায়? ক্রোসিন লিখতে হলে সেটা হিন্দিতেই লিখুন না। সমস্যার তো কোনও কারণ নেই।' 

এ দিন ভারত ভবনে 'হিন্দি বিচার' অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শিবরাজ। সেখানে আরও একধাক এগিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন,'প্রেসক্রিপশনের উপরে শ্রী হরি লিখে হিন্দিতে ওষুধের নাম লিখুন। গ্রামে-গঞ্জে ডাক্তার দরকার। হিন্দিতে লিখতে সমস্যা কী? ডাক্তার বন্ধুরা এখানে বসে আছেন। তাঁরা উপায় বের করুন।' তাঁর কথায়,'গ্রামের সবচেয়ে গরিব মানুষও ভাবেন যা কিছু আছে বিক্রি করে দিয়ে সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাব। আমি এক পড়ুয়াকে মেডিক্যাল কলেজ ছেড়ে যেতে দেখেছি কারণ সে ইংরেজি জানে না।'

শিশুদের হিন্দির প্রতি আগ্রহ তৈরির জন্য বাড়ির বড়দের দায়িত্ব নেওয়া উচিৎ বলে মনে করেন শিবরাজ। তাঁর মতে,'আপনি যখন হিন্দি নিয়ে গর্বিত হবেন, তখন শিশুরাও শেখার উৎসাহ দেখাবে। ভোপাল থেকে শুরু হচ্ছে নতুন যুগ।'শিবরাজ জানান,' আমার বিশ্বাস,হিন্দিতে চিকিৎসা শিক্ষার নতুন যুগ শুরু হচ্ছে। সেটাও ভোপাল থেকে। ভোপালে অনেক ভাল কাজ হয়েছে। পরিচ্ছন্নতায় শিরোপা পেয়েছে। ভোপাল দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। হিন্দির প্রসার নিয়ে আরও আলোচনা দরকার।' 

বলে রাখি, হিন্দিতে এমবিবিএস পাঠ্যক্রমে জন্য প্রস্তুতি নিয়েছে মধ্যপ্রদেশ। এজন্য বইপত্তর হিন্দিতে অনুবাদ করা হয়েছে। রবিবার ওই বইগুলি প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকিৎসা শিক্ষা বিভাগের মাধ্যমে এমবিবিএস প্রথম বর্ষের অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়ো-কেমিস্ট্রির তিনটি বিষয়ের সিলেবাস হিন্দিতে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে মধ্যপ্রদেশই দেশের প্রথম রাজ্য যেখানে হিন্দিতে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। ইতিমধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে হিন্দি চাপানোর অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রের দাবি, এটা জাতীয় শিক্ষা নীতিতেই রয়েছে। মাতৃভাষায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ করে দিতে চায় সরকার। এ কাজে প্রথম এগিয়ে এল মধ্যপ্রদেশ। বাকি রাজ্যগুলিও সে রাজ্যে ভাষায় পাঠ্যক্রম তৈরি করতে পারে। 

Advertisement

আরও পড়ুন- আগামী ১৫ দিনের মধ্যে ১০ দিনই বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

Advertisement