বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার। আবারও অভিযোগের কেন্দ্রে সেই রাজ্যের সরকারি হাসপাতাল। সেখানে ছোটদের অ্যান্টিবায়োটিকের ওষুধের বোতলে কৃমি কিলবিল করছে বলে অভিযোগ।
যেই শিশুকে এই ওষুধটি দেওয়া হয়েছিল, তার মায়ের তরফেই এই অভিযোগ আনা হয়েছে। তার পর অবশ্য নড়চড়ে বসেছে প্রশাসন। তাদের তরফে Azithromycin Antibiotic-এর সেই গোটা ব্য়াচটা সিল করে দেওয়া হয়েছে। সেগুলিকে পাঠানো হয়েছে ভোপালের ল্যাবরেটরিতে টেস্টের জন্য।
আর মধ্যপ্রদেশের গোয়ালিয়ার জেলার মোরার শহরের সরকারি হাসপাতালের এই ঘটনা নিয়েই আবার উত্তেজনার পারদ চড়ছে। বিরোধীরা ইতিমধ্যেই আঙুল তুলছে সরকারের বিরুদ্ধে।
অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক নিয়েই সমস্যা
আসলে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক ওরাল সাসপেনশন ওষুধটি ছোটদের দেওয়া হয়। নানা ধরনের ইনফেকশনের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। আর সেই ওষুধেই মিলেছে কৃমি বলে অভিযোগ।
যতদূর খবর, এটি একটি জেনেরিক ওষুধ। মধ্যপ্রদেশের একটি ওষুধপ্রস্তুতকারী সংস্থা তৈরি করে এই ওষুধ।
কী বললেন ড্রাগ ইন্সপেক্টর?
এই বিষয়ে ড্রাগ ইন্সপেক্টর অনুভূতি শর্মা বলেন, 'এক মহিলা মোরারের সরকারি হাসপাতালের Azithromycin Oral Suspension-এর বোতলে কৃমি মিলেছে বলে অভিযোগ করেছেন।'
যদিও মহিলার আনা সেই বোতলটি খোলা ছিল। কিন্তু বিষয়টা ফেলে রাখেনি প্রশাসন। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়। প্রসঙ্গত, এই ওষুধের ৩০৬টি বোতল ছিল হাসপাতালে। সেগুলিকে সিল করে দেওয়া হয়েছে। কিছু নমুনা পাঠানো হয়েছে টেস্টের জন্য।
কী পাওয়া গেল প্রথামিক গবেষণায়?
প্রাথমিক গবেষণা ইতিমধ্যেই করে ফেলেছে প্রশাসন। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, কৃমি মেলেনি কোনও ওষুধের বোতলে। যদিও এর পরও টেস্টের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন অনুভূতি শর্মা।
পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে
এই ওষুধের কিছু বোতল ইতিমধ্যেই টেস্টের জন্য পাঠানো হয়েছে ভোপালে। শুধু তাই নয়, একটা বোতল পাঠানো হয়েছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কলকাতায় বলে তিনি জানিয়েছেন।
বিতর্ক চলছেই
এর আগে ২৪ শিশু বিষাক্ত Coldrif কাফ সিরাপ খেয়ে মারা গিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এটা নিয়ে তদন্ত চলছে। বন্ধ হয়েছে এই সিরাপের ব্যবহার।
এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও Coldrif-এর পাশাপাশি Respifresh TR and ReLife সিরাপগুলি নিয়ে সতর্কতা জারি করেছে। আর এই খবরের মাঝেই ওষুধের বোতলে কৃমি পাওয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল।