Mp Minister Pratima Bagri: গাঁজা পাচারে অভিযুক্ত 'ভাই', 'দিদি ডাকলেই হয়ে যায়?' প্রশ্ন মন্ত্রীর 

গাঁজা পাচারে অভিযুক্ত 'ভাই'য়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন মন্ত্রী। মধ্যপ্রদেশের নগর উন্নয়ন ও গৃহায়ন প্রতিমন্ত্রী প্রতিমা বাগরি স্বীকার না করার বিষয়টি স্পষ্ট করে বলেছেন, 'যদি মানুষ আমাকে দিদি বলে ডাকেন, তাহলে কি তারা সবাই আমার ভাই হয়ে যাবে?' তিনি জোর দিয়ে বলেছেন যে মিডিয়া সম্পর্ক গড়ে দেয়ার চেষ্টা করছে, কিন্তু তাঁর কোনও ব্যক্তিগত সংযোগ নেই।

Advertisement
গাঁজা পাচারে অভিযুক্ত 'ভাই', 'দিদি ডাকলেই হয়ে যায়?' প্রশ্ন মন্ত্রীর 
হাইলাইটস
  • গাঁজা পাচারে অভিযুক্ত 'ভাই'য়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন মন্ত্রী।
  • মধ্যপ্রদেশের নগর উন্নয়ন ও গৃহায়ন প্রতিমন্ত্রী প্রতিমা বাগরি স্বীকার না করার বিষয়টি স্পষ্ট করে বলেছেন, 'যদি মানুষ আমাকে দিদি বলে ডাকেন, তাহলে কি তারা সবাই আমার ভাই হয়ে যাবে?'

গাঁজা পাচারে অভিযুক্ত 'ভাই'য়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন মন্ত্রী। মধ্যপ্রদেশের নগর উন্নয়ন ও গৃহায়ন প্রতিমন্ত্রী প্রতিমা বাগরি স্বীকার না করার বিষয়টি স্পষ্ট করে বলেছেন, 'যদি মানুষ আমাকে দিদি বলে ডাকেন, তাহলে কি তারা সবাই আমার ভাই হয়ে যাবে?' তিনি জোর দিয়ে বলেছেন যে মিডিয়া সম্পর্ক গড়ে দেয়ার চেষ্টা করছে, কিন্তু তাঁর কোনও ব্যক্তিগত সংযোগ নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, রামপুর বাঘেলান থানার অভিযান চলাকালীন অনিল বাগরি ও পঙ্কজ সিংকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এএসপি প্রেম লাল কুর্বে জানান, উভয় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং তাঁদের আদালতে তুলে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও, এই চক্রের আরও একজন অভিযুক্ত হলেন শৈলেন্দ্র সিং ওরফে সোম রাজওয়াত, যিনি মন্ত্রীর বোনের স্বামী। আগে তিনি কোরেক্স সিরাপের জন্য গ্রেফতার হয়েছিলেন। এবং সম্প্রতি উত্তরপ্রদেশের বান্দা জেলায় গাঁজা পাচারের ঘটনায় আবারও আটক হয়েছেন। পুলিশ তারও জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে।

মন্ত্রী প্রতিমা বাগরি বলেন, 'আমাদের সরকার প্রতিটি মামলাকে নিরপেক্ষভাবে তদন্ত করে এবং তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়। কোনও ব্যক্তি বা সম্পর্ককে আইনের ওপরে রাখা হবে না।' সাংবাদিকদের অনিল বাগরিকে রাখি বাঁধা সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে যান।

 

POST A COMMENT
Advertisement