Andaman Mud Volcano: ২০ বছর পর জেগে উঠল মাটির আগ্নেয়গিরি, কেঁপে উঠল আন্দামান

২০ বছর পর সুপ্ত থাকা মাটির আগ্নেয়গিরি জেগে উঠল আন্দামানে। বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠন বরতং এলাকা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জনপ্রিয় ওই টুরিস্ট স্পটে পর্যটকদেরও যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement
২০ বছর পর জেগে উঠল মাটির আগ্নেয়গিরি, কেঁপে উঠল আন্দামানবরতংয়ে মাটির আগ্নেয়গিরি
হাইলাইটস
  • ২০ বছর পর জেগে উঠল মাটির আগ্নেয়গিরি
  • বিকট শব্দে বিস্ফোরণ আন্দামানে
  • পর্যটকদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে

২ দশকেরও বেশি সময় ধরে সুপ্ত থাকা মাটির আগ্নেয়গিরি আচমকাই জেগে উঠল আন্দামানে। শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বরতংয়ে এই আগ্নেয়গিরি থেকে মাটি উৎপন্ন হতে দেখা গিয়েছে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

এক প্রশাসনিক আধিকারিক বলেন, 'ভূগর্ভে স্তূপাকৃত ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ থেকে তৈরি গ্যাস থেকেই মাটির আগ্নেয়গিরিটির জন্ম। উদগীরণের ফলে ভূগর্ভস্থ সেই গ্যাস এবং মাটি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বিকট শব্দে আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে বুদবুদ এবং প্রচুর গর্ত তৈরি হয়েছে আশপাশে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, যা না দেখলেই নয়।'

কোথায় রয়েছে এই মাটির আগ্নেয়গিরি?
বরতং উত্তর ও মধ্য আন্দামানে অবস্থিত। পোর্ট ব্লেয়ার থেকে এর দূরত্ব ১৫০ কিলোমিটার। অত্যন্ত জনপ্রিয় একটি টুরিস্ট স্পট এটি। ভারতের একমাত্র মাটির আগ্নেয়গিরি। যা গত ২০ বছর ধরে সুপ্ত ছিল। 

স্থানীয় এক পুলিশ কর্তা বলেন, 'বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ আমাদের কাছে খবর আসে। বরতংয়ের জাড়ওয়া ক্রিক এলাকায় মাটির একটি আগ্নেয়গিরি থেকে বিকট শব্দে মাটি উদগীরণ হচ্ছে। ২০০৫ সালের পর এমন বীভৎস দৃশ্য দেখিনি আমরা। বিস্ফোরণের মতো শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা।'

সমুদ্রের নীচে সেসমিক প্লেটের পরিবর্তনের কারণে ২০০৫ সালে শেষবার জেগে উঠেছিল মাটির আগ্নেয়গিরি। এই মাটির আগ্নেয়গিরি জেগে ওঠার কারণে ভূগর্ভ থেকে ৩-৪ মিটার উচ্চতার একটি ঢিবি তৈরি হয়েছে। প্রায় ১ হাজার স্কোয়্যার মিটার জুড়ে ছড়িয়ে পড়েছে মাটি। এখনও কিছু কিছু পকেটে বিস্ফোরণ হচ্ছে। মাটি এবং ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। নিরাপত্তার খাতিরে আপাতত সেখানে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। বন দফতর আগ্নেয়গিরি সংলগ্ন সমস্ত রাস্তা বন্ধ করেছে। জিওলজিক্যাল ডিপার্টমেন্টেও সবটা জানানো হয়েছে। 

কীভাবে তৈরি হয় মাটির আগ্নেয়গিরি?
মাটির আগ্নেয়গিরিকে বলা হয় মাটির গম্বুজ। ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় কাদা মাটি, জল এবং গ্যাসের উদগীরণের ফলে তৈরি হয় এটি। মাটির আগ্নেয়গিরিগুলি উদগীরণের সময় লাভা নিক্ষেপ করে না। এটি একটি ভূতাত্ত্বিক গঠন যেখানে কাদা, জল এবং গ্যাসের মিশ্রণ (প্রধানত মিথেন, কখনও কখনও কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন) বিস্ফোরিত হয়, যা ত্রিকোণ কাঠামো তৈরি করে। গলিত লাভা ছাড়াই প্রকৃত আগ্নেয়গিরির মতো দেখে হয় অগ্ন্যুৎপাতের সময়ে। এগুলি চওড়ায় ২ থেকে ১০ কিলোমিটার এবং উচ্চতায় ১ থেকে ৭০০ মিটারের মধ্যে হতে পারে। এই ধরনের মাটির আগ্নেয়গিরি থেকে উৎপন্ন মাটি উষ্ণ জলাধার নির্মাণ করে। লাভার থেকে মাটির আগ্নেয়গিরিতে উৎপন্ন মাটির তাপমাত্রা অনেকটাই কম হয়। 

Advertisement

সম্প্রতি আন্দামানেই আরও ২টি আগ্নেয়গিরি জেগে উঠেছিল। ৮ দিনের ব্যবধানে ব্যারেন আইনল্যান্ডে গত ১৩ এবং ২০ সেপ্টেম্বর অগ্ন্যুৎপাত হয়। পোর্ট ব্লেয়ার সমুদ্র থেকে ১৪০ কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরি ভারতের একমাত্র, যা ভারতীয় এবং বার্মার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। 

 

POST A COMMENT
Advertisement