scorecardresearch
 

MUKESH AMBANI: এবার ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল কিনতে পারেন মুকেশ আম্বানি

সূত্রের খবর, আরও অন্তত জনা তিনেক ব্যবসায়ী ক্লাবটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রাচ্যের দুজন তেল ব্যবসায়ী ও এক মার্কিন ধনকুবের। তবে এরা কেউই সম্পদের নিরিখে আম্বানির সমকক্ষ নন।

Advertisement
AMBANI AMBANI
হাইলাইটস
  • ব্রিটেনের ফুটবল ক্লাব কিনবেন মুকেশ আম্বানি
  • ক্লাবটি আগেই তাদের শেয়ার বিক্রি করার কথা জানিয়েছিল

ব্রিটেনের অন্যতম ফুটবল ক্লাব লিভারপুল কিনতে চান শিল্পপতি মুকেশ আম্বানী। ক্লাবটি আগেই তাদের শেয়ার বিক্রি করার কথা জানিয়েছিল। সেই শেযারই কিনতে চাইছেন মুকেশ। এবং সেখানকার সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্লাবের শেয়ার কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। 

ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব লিভারপুল। ১৩০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ক্লাবটি ২০১০ সালে প্রায় ৩০০ কোটি পাউন্ডে কিনেছিল ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। কিন্তু জানা যাচ্ছে, ৪ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল বিক্রি করতে চায় তারা। ক্লাবের মালিকানা পাওয়ার সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন মুকেশ আম্বানি। 

উল্লেখ্য, খেলাধুলা নিয়ে মুকেশ আম্বানির বরাবরই আগ্রহ রয়েছে। আইপিএলেও তাঁর দল রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক তিনি। তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং ছেলেকে বহু ম্যাচে গ্যালারিতে হাজির থাকতে দেখা যায়। অন্যদিকে, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক আম্বানির সংস্থা। সেইসঙ্গে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ ফোর্বসের তালিকা অনুযায়ী ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি)। তাই ব্রিটেনের ফুটবল দল কেনার বিষয়টি তাঁর কাছে অভাবনীয় কিছু নয়।

তবে এর আগেও লিভারপুল কিনতে আগ্রহ দেখিয়েছিলেন মুকেশ। ২০১০ সালে যখন লিভারপুলের মালিকানা বিক্রির কথা ওঠে, তখনও তিনি এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত আর ক্লাব কেনা হয়নি।


সূত্রের খবর, আরও অন্তত জনা তিনেক ব্যবসায়ী ক্লাবটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রাচ্যের দুজন তেল ব্যবসায়ী ও এক মার্কিন ধনকুবের। তবে এরা কেউই সম্পদের নিরিখে আম্বানির সমকক্ষ নন।

আরও পড়ুন: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

 

Advertisement

 

Advertisement