মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি, 'ইয়ে তো ট্রেলার হ্যায়', SUV থেকে উদ্ধার হুমকি চিঠি

শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির বাইরে একটি সন্দেহজনক গাড়ি ও ২০টি জিলেটিন স্টিক (Gelatin Sticks) উদ্ধার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড ও এটিএস। ইতিমধ্যেই গাড়িটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

Advertisement
মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি, 'ইয়ে তো ট্রেলার হ্যায়', SUV থেকে উদ্ধার হুমকি চিঠি  জিলেটিন স্টিক উদ্ধারে চাঞ্চল্য
হাইলাইটস
  • মুকেশ আম্বানির বাড়ির বাইরে জিলেটিন স্টিক
  • এসইউভি গাড়ি থেকে উদ্ধার জিলেটিন স্টিক
  • ঘটনাস্থলে ক্রাইম ব্র্যাঞ্চ, এটিএস


দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির বাইরে একটি সন্দেহজনক গাড়ি ও ২০টি জিলেটিন স্টিক (Gelatin Sticks) উদ্ধার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড ও এটিএস। ইতিমধ্যেই গাড়িটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

জানা গিয়েছে প্রথমে সন্দেহজনক ওই গাড়িটিকে দেখে পুলিশে খবর দেন মুকেশ আম্বানির বাড়ির নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পৌঁছায় ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড। গাড়িটি নিয়ে শুরু হয় তদন্ত। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় তার মধ্যে থেকে কয়েকটি জিলেটিন স্টিক পান বম্ব স্কোয়াডের আধিকারিকরা। 

এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা মুম্বই জুড়ে। ঘটনার সত্যতা স্বীকার করে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, মুকেশ আম্বানির বাড়ির কাছে একটি গাড়ি ও জিলেস্টিন পাওয়া গেছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থলে তদন্ত করার সময়, মুম্বই পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, গাড়ির মধ্যে ২০টি জিলেটিন স্টিক পাওয়া গেছে। 

ঘটনাস্থলে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পুলিশের কম্যান্ডো বাহিনীকে। মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াডের কর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকরা। তবে ক্রাইম ব্র্যাঞ্চের পাশাপাশি ঘটনার নেপথ্য়ে কোনও সন্ত্রাসবাদী শক্তি আছে কি না তা খতিয়ে দেখছে এটিএস। 

 

 

POST A COMMENT
Advertisement