২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে আজ বিকেলে ভারতে আনা হচ্ছে। রানাকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশেষ বিমানে করে ভারতে আনা হবে রানাকে। দিল্লিতে আনার পর রানাকে গ্রেফতার করবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করানো হতে পারে। রাখা হবে তিহাড় জেলে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
২০০৮ সালে মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউরের প্রত্যর্পণ চেয়েছিল ভারত। চলতি বছরের শুরুতে আমেরিকার সুপ্রিম কোর্ট তাতে অনুমোদন দেয় ৬৩ বছর বয়সী তাহাউর লস অ্যাঞ্জেলসের কারাগারে ছিল। ২০০৯ সালে শিকাগোয় তাকে গ্রেফতার করে এফবিআই। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত তাহাউর। লস্কর-ই-তইবাকে সাহায্যের জন্যও অভিযুক্ত। হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাবাসের সাজা ভোগ করছে হেডলি।
২০১৮ সালে রানার প্রত্যর্পণ চেয়েছিল ভারত। আইনি লড়াইয়ের পরে গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রানার ভারতে প্রত্যর্পণের ঘোষণা করেন। রানা মার্কিন সুপ্রিম কোর্টে এ বিষয়ে স্থগিতাদেশ চাইলেও তার আবেদন খারিজ হয়ে যায়। তাকে এখন ভারতের বিশেষ এনআইএ আদালতে বিচার করা হবে।
আমেরিকার সুপ্রিম কোর্টে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ জানিয়েছিল তাহাউর। তবে তার আর্জি খারিজ করে দেয় আদালত। তারপরেই ভারতে তার প্রত্যর্পণে ছাড়পত্র মেলে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হয়। যে হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ৬ আমেরিকান। এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাউর।