Muslim tantrik rapes: গর্ভধারণের আশ্বাস দিয়ে ঝাড়ফুঁকের নামে মহিলাকে ধর্ষণ, মুসলিম ফকির গ্রেফতার

গর্ভধারণের আশ্বাসে নিঃসন্তান মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের এক ফকির। অন্যদিকে বসিরহাটে নৃশংস ঘটনার অভিযোগ উঠল ৭০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে, যিনি ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন এক নাবালিকাকে।

Advertisement
গর্ভধারণের আশ্বাস দিয়ে ঝাড়ফুঁকের নামে মহিলাকে ধর্ষণ, মুসলিম ফকির গ্রেফতার
হাইলাইটস
  • গর্ভধারণের আশ্বাসে নিঃসন্তান মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের এক ফকির।
  • অন্যদিকে বসিরহাটে নৃশংস ঘটনার অভিযোগ উঠল ৭০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে, যিনি ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন এক নাবালিকাকে।

গর্ভধারণের আশ্বাসে নিঃসন্তান মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের এক ফকির। অন্যদিকে বসিরহাটে নৃশংস ঘটনার অভিযোগ উঠল ৭০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে, যিনি ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন এক নাবালিকাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার বাসিন্দা বছর ৩০-এর এক মহিলা বিয়ের পর ৮ বছরেও সন্তান জন্ম দিতে পারেননি। চিকিৎসা করিয়েও সুফল না মেলায় তিনি শনিবার ফকির মুশতাক আলির কাছে যান। অভিযোগ, ওই ৪৫ বছরের ফকির তাঁকে গর্ভধারণে সাহায্যের আশ্বাস দেন। এরপরই সুযোগ বুঝে ধর্ষণ করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে মুশতাক আলিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করে পরবর্তী তদন্ত চালানো হবে।

অন্যদিকে বসিরহাটে প্রকাশ্যে এসেছে আরেক ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ, এলাকার ৭০ বছরের এক বৃদ্ধা দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে এক ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করছিলেন। শনিবার, মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে ফের একই কাজ করেন। বাবা-মা বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় কন্যাকে দেখতে পান এবং জিজ্ঞাসাবাদে সে সমস্ত কথা খুলে বলে। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।

এই দুই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সমাজে এখনও অন্ধবিশ্বাস ও ভণ্ড ফকিরদের নামে মানুষ প্রতারিত হচ্ছে, আবার নাবালিকাদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।

 

POST A COMMENT
Advertisement