Suspicious boat Maharashtra coast: মহারাষ্ট্র উপকূলে রহস্যময় পাক জলযান, বড়সড় কিছুর ছক চলছে? সতর্কতা জারি

মহারাষ্ট্রের উপকূলীয় রায়গড় জেলার রেভদান্ডা অঞ্চলে রবিবার সন্ধ্যায় দেখা মিলল একটি সন্দেহজনক নৌকার। পুলিশ সূত্রে জানা গেছে, রেভদান্ডার কোরলাই উপকূল থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে ভেসে থাকা একটি নৌকা নজরে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের।

Advertisement
মহারাষ্ট্র উপকূলে রহস্যময় পাক জলযান, বড়সড় কিছুর ছক চলছে? সতর্কতা জারি
হাইলাইটস
  • মহারাষ্ট্রের উপকূলীয় রায়গড় জেলার রেভদান্ডা অঞ্চলে রবিবার সন্ধ্যায় দেখা মিলল একটি সন্দেহজনক নৌকার।
  • পুলিশ সূত্রে জানা গেছে, রেভদান্ডার কোরলাই উপকূল থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে ভেসে থাকা একটি নৌকা নজরে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের।

মহারাষ্ট্রের উপকূলীয় রায়গড় জেলার রেভদান্ডা অঞ্চলে রবিবার সন্ধ্যায় দেখা মিলল একটি সন্দেহজনক নৌকার। পুলিশ সূত্রে জানা গেছে, রেভদান্ডার কোরলাই উপকূল থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে ভেসে থাকা একটি নৌকা নজরে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। সূত্রের দাবি, নৌকাটিতে পাকিস্তানি চিহ্ন রয়েছে এবং তা থেকে কয়েকজন ব্যক্তি উপকূলে নামেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই ঘটনার জেরে মহারাষ্ট্র রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রায়গড় জেলা পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড (BDDS), কুইক রেসপন্স টিম (QRT), নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী। রাতেই শুরু হয় তল্লাশি অভিযান। নৌকাটি থেকে লাল রঙের আলো নির্গত হতে দেখা যায়, যা সন্দেহ আরও ঘনীভূত করে।

রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল ও অন্যান্য শীর্ষ পুলিশ কর্তারা স্বয়ং উপকূলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। দালাল জানান, প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে নৌকায় পৌঁছনো কঠিন হয়ে পড়ে। তিনি নিজে একটি বার্জে চড়ে নৌকার দিকে রওনা দিলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন।

বর্তমানে ওই এলাকায় মাসিভ পুলিশ মোতায়েন রয়েছে। জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং নজরদারি। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য পরিষ্কার নয়, তবুও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
 

 

POST A COMMENT
Advertisement