
বিশ্ব বন্যপ্রাণী দিবসে গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ সাফারিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি সাসান গিরে পৌঁছে এক খোলা জিপে চড়ে সাফারিতে যান এবং হাতে ক্যামেরা নিয়ে একের পর এক সিংহের ছবি তুলতে দেখা যায়। এই সফরের মাধ্যমে তিনি গুজরাটের বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
সিংহ সংরক্ষণে গুজরাটের উদ্যোগ
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী মোদী সাসান গিরকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেন। বর্তমানে গুজরাটের ৯টি জেলার ৫৩টি তালুকে প্রায় ৩০,০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এশিয়াটিক সিংহের বাস।
২০০৭ সালে গির অঞ্চলের উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুজরাট সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
গ্রেটার গির ওয়াইল্ডলাইফ কনজারভেশন টাস্ক ফোর্স গঠন, যা বন্যপ্রাণী অপরাধ পর্যবেক্ষণ এবং সিংহ সংরক্ষণের ওপর নজর রাখে।
বৃহত্তর গির প্রকল্প চালু করা, যাতে শুধুমাত্র গির জাতীয় উদ্যানে নয়, আশপাশের ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকাতেও সিংহ সংরক্ষণের পরিকল্পনা করা হয়।
মহিলা বিটগার্ড ও ফরেস্টার নিয়োগ, যা গির অঞ্চলে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমানে এখানে ১১১ জন মহিলা কর্মী নিযুক্ত রয়েছেন।
গুজরাট রাজ্য সিংহ সংরক্ষণ সমিতি (GSLCS) গঠন, যা জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে কাজ করে এবং ইকো-ট্যুরিজমের রাজস্ব সংরক্ষণ কার্যক্রমে ব্যবহার করে।
বন্যপ্রাণ মিত্র প্রকল্প চালু, যা সিংহের চলাচল পর্যবেক্ষণ এবং বন বিভাগের উদ্ধার ও সংরক্ষণ করবে।
মোদীর গির সফর ও পরবর্তী কর্মসূচি
সাফারির পর প্রধানমন্ত্রী মোদী সাসানের ‘সিং সদন’-এ বন্যপ্রাণী বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে সেনাপ্রধান, বিভিন্ন রাজ্যের প্রতিনিধি, এনজিও এবং বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি সোমনাথ মন্দির পরিদর্শন করেন এবং বিকেলে রাজকোট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।
Today, on #WorldWildlifeDay, let’s reiterate our commitment to protect and preserve the incredible biodiversity of our planet. Every species plays a vital role—let’s safeguard their future for generations to come!
— Narendra Modi (@narendramodi) March 3, 2025
We also take pride in India’s contributions towards preserving… pic.twitter.com/qtZdJlXskA
প্রধানমন্ত্রী মোদী টুইটারে লেখেন, “বিশ্ব বন্যপ্রাণী দিবসে আমাদের গ্রহের অবিশ্বাস্য জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। প্রতিটি প্রজাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আসুন আমরা আগামী প্রজন্মের জন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করি।”