কেন্দ্রের বিজেপি সরকারের এবার লক্ষ্য ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) সংসদে পাশ করানো। সংসদের বাদল অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের খসড়া পেশ করতে চলেছে কেন্দ্র। বাদল অধিবেশন শুরু হচ্ছে জুলাইয়ে। সূত্রের খবর, এই অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোড পেশ করা হবে।
ইতিমধ্যেই ভোপালে বিজেপি-র সভায় ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে জোরাল সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, 'একই পরিবারে প্রতিটি সদস্যের জন্য পৃথক আই থাকলে সংসার চলে?' সূত্রের খবর, বাদল অধিবেশন শুরুর আগে ইউনিফর্ম সিভিল কোডের খসড়া বিল সংসদীয় কমিটির কাছে পাঠানো হতে পারে।
ইউনিফর্ম সিভিল কোড কী? (What is Uniform Civil Code?)
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক, বিবাহ, উত্তরাধিকার সংক্রান্ত মানতে বাধ্য হবেন। ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে ভারতের সব নাগরিকের জন্য এক আইন হবে। অর্থাত্ বিয়ে, বিবাহবিচ্ছেদ, দত্তক নেওয়া, উত্তরাধিকার ঠিক করা, সম্পত্তি বণ্ট সহ সব প্রথার একটাই আইন হবে। বর্তমানে যেমন সব ধর্মের নিজস্ব আইন রয়েছে। যেমন, অল ইন্ডিয়া মুসলিম ল' বোর্ডের আইনে বিয়ে, বিচ্ছেদ, দত্তক নেওয়ার পৃথক আইন। সে ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে অল ইন্ডিয়া মুসলিম ল' বোর্ডের অস্তিত্ব সঙ্কটের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদের মত
বাদল অধিবেশনে সংসদের আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদের মত নেওয়া হবে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে। বস্তুত, শুধু বিভিন্ন ধর্মের মানুষ নন, ভারতের বিভিন্ন উপজাতি, আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরও ধর্মীয় আচার ও অন্যান্য প্রথার নিজস্ব আইন রয়েছে। সেক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
আইন কার্যকর হলে দেশের সম্প্রীতি বৃদ্ধি পাবে
যদিও বিজেপির মতে, ওই আইন কার্যকর হলে দেশের সম্প্রীতি বৃদ্ধি পাবে, অবসান ঘটবে লিঙ্গ বৈষম্যের। সার্বিক ভাবে ক্ষমতায়ন হবে মহিলাদের। মুসলিম পার্সোনাল ল’বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে তাঁরা রাস্তায় নামবেন না। তাঁরা তাঁদের মতামত আইন কমিশনের কাছে জানাবেন। আইনি ভাবে কীভাবে এই বিলকে রোখা যায়, তা নিয়ে পদক্ষেপের আলোচনা চলছে।