পাকিস্তানের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার? ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সেনাপ্রধান ফিরে গিয়েছেন। বৈঠকের পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও রওনা দেন। এ দিন সাংবাদিক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন,'প্রধানমন্ত্রীকে পদক্ষেপ করতে হবে। সময় নষ্ট না করে কঠোর পদক্ষেপ নিন। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তাদের দাম দিতে হবে। আলতুফালতু ব্যবস্থা নিতে হবে। যাতে ওরা বোঝে, ভারতের সঙ্গে এসব করা যাবে না'।
#WATCH | On #PahalgamTerroristAttack, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "I am saying that 28 people have been killed in cold blood. It is pretty clear who is responsible for this. The people who are responsible for this must pay a price. The PM has to take action.… pic.twitter.com/O0qIv0jf3W
— ANI (@ANI) April 30, 2025
মঙ্গলবার দেড় ঘণ্টার বৈঠক
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেড় ঘন্টা দীর্ঘ বৈঠক করেন। ৯০ মিনিটের এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা - সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান মার্শাল অমর প্রীত সিং উপস্থিত ছিলেন।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী বাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন। গতকালের বৈঠক সম্পর্কে সূত্রের খবর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা জাতীয় সংকল্প।
প্রধানমন্ত্রী ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। ঊর্ধ্বতন প্রতিরক্ষা নেতৃত্বকে বলেন, যে কোনো সামরিক পদক্ষে, লক্ষ্য এবং সময় নির্ধারণের ক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সাম্প্রতিক 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, পহেলগাঁ হামলায় জড়িত ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।