Modi CJI: 'সব ভারতীয়রা ক্ষুব্ধ', প্রধান বিচারপতির সঙ্গে কথা মোদীর

এ দিন আদালতকক্ষে প্রধান বিচারপতি বিআর গবইয়ের সামনে একজন আইনজীবী জুতো ছোড়ার চেষ্টা করেছিলেন। ঘটনার অভিযুক্ত আইনজীবীকে আটক করে পুলিশ। পুরো ঘটনাক্রমে সংযম দেখান বিচারপতি গবই। আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলতে থাকে। তিনি মন্তব্য করেন,'এই সব ঘটনা আমাকে প্রাভাবিত করে না'।

Advertisement
'সব ভারতীয়রা ক্ষুব্ধ', প্রধান বিচারপতির সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীরপ্রধান বিচারপতির সঙ্গে মোদীর কথা।
হাইলাইটস
  • আদালতকক্ষে প্রধান বিচারপতি বিআর গবইয়ের সামনে একজন আইনজীবী জুতো ছোড়ার চেষ্টা করেছিলেন।
  • অভিযুক্ত আইনজীবীকে আটক করে পুলিশ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা। এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিআর গবইয়ের সঙ্গে কথাও হয়েছে তাঁর। সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় গবইয়ের দিকে আচমকা জুতো ছুড়ে মারার চেষ্টা করেন এক আইনজীবী। ওই আইনজীবীকে বের করে আনেন নিরাপত্তাকর্মীরা। তাঁকে বলতে শোনা গিয়েছে,'সনাতনের অপমান সহ্য করব না'।

রাতে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,"আমি ভারতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্ট চত্বরে তাঁর উপর হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনও স্থান নেই। এটা অত্যন্ত লজ্জাজনক'। যোগ করেছেন, 'বিচারপতি গবইয়ের ধৈর্য ও সংযমের প্রশংসা করি। এটা ন্যায়বিচারের মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে শক্তিশালী করার প্রতি তাঁর দায়বদ্ধতার প্রতিফলন'।

এ দিন আদালতকক্ষে প্রধান বিচারপতি বিআর গবইয়ের সামনে একজন আইনজীবী জুতো ছোড়ার চেষ্টা করেছিলেন। ঘটনার অভিযুক্ত আইনজীবীকে আটক করে পুলিশ। পুরো ঘটনাক্রমে সংযম দেখান বিচারপতি গবই। আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলতে থাকে। তিনি মন্তব্য করেন,'এই সব ঘটনা আমাকে প্রাভাবিত করে না'।

জানা গিয়েছে, ওই আইনজীবী ডেস্কে গিয়ে জুতো খুলে বিচারকের দিকে ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু আদালতে উপস্থিত নিরাপত্তা কর্মীরা সময়মতো হস্তক্ষেপ করে অভিযুক্ত বের করে আনেন। আইনজীবীকে বলতে শোনা গিয়েছে,'সনাতনের অপমান আমি সহ্য করব না'। অভিযুক্ত আইনজীবীর নাম রাকেশ কিশোর। ২০১১ সালে সুপ্রিম কোর্ট বারে ওকালতির জন্য নিবন্ধিত হন। তাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে।

এই ঘটনায় আগাগোড়া শান্ত ছিলেন প্রধান বিচারপতি গবই। অন্যান্য আইনজীবীদের সওয়াল-জবাব চালিয়ে যেতে বলেন। তাঁর কথায়,'এ সব উপেক্ষা করুন। আমরা প্রভাবিত হই না। এই সব ঘটনা আমাকে প্রভাবিত করে না'। কিছুক্ষণ পরে আইনজীবীকে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে আদালত চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়।

Advertisement

প্রধান বিচারপতির উপর হামলার নিন্দা জানিয়েছে আইনজীবী সংগঠনগুলি । দেশের শীর্ষ আদালতকে এই ঘটনার স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করে আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড (এওআর) অ্যাসোসিয়েশন।

আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তিনি আপাতত কোনও আদালত বা ট্রাইব্যুনালে ওকালতি করতে পারবেন না। বাতিল হয়েছে তাঁর লাউসেন্স। বিসিআই জানিয়েছে, ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৫ দিনের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। নোটিশের জবাব এবং তদন্তের ভিত্তিতে কাউন্সিল উপযুক্ত পদক্ষেপ করবে।

POST A COMMENT
Advertisement