Modi To Visit Manipur: ২০২৩ সালে হিংসা শুরু হওয়ার পর এই প্রথম, মণিপুর যাচ্ছেন মোদী

১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। তিনি যাবেন মিজোরাম, মণিপুর, অসম, পশ্চিমবঙ্গ ও বিহারে। তবে এর মধ্যে তাৎপর্যপূর্ণ হল মোদীর মণিপুর সফর। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে উঠেছে নানা প্রশ্ন।

Advertisement
২০২৩ সালে হিংসা শুরু হওয়ার পর এই প্রথম, মণিপুর যাচ্ছেন মোদীমণিপুরে প্রধানমন্ত্রী মোদী
হাইলাইটস
  • ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর।
  • শনিবার মণিপুরে যাবেন মোদী।

শনিবার মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই জানা গিয়েছিল, উত্তর-পূর্বের ওই রাজ্যে যেতে পারেন। এবার চলে এল দিনক্ষণ। আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে মণিপুর-সহ একাধিক রাজ্যে পা রাখবেন মোদী। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। মনে করিয়ে দিই, গত ২ বছর ধরে বিরোধীরা কটাক্ষ করছিল, মণিপুর হিংসার আগুনে জ্বললেও সে রাজ্যে যাওয়ার সময় নেই প্রধানমন্ত্রীর।

১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। তিনি যাবেন মিজোরাম, মণিপুর, অসম, পশ্চিমবঙ্গ ও বিহারে। তবে এর মধ্যে তাৎপর্যপূর্ণ হল মোদীর মণিপুর সফর। মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে উঠেছে নানা প্রশ্ন। কুকি ও মেইতেইদের হিংসায় জ্বলেছে উত্তর-পূর্বের এই রাজ্য। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ২০২৩ সাল থেকে মণিপুরে যখন একের পর এক হিংসার ঘটনা ঘটছিল, সেই সময় বিরোধীরা প্রশ্ন তুলেছিল, কেন প্রধানমন্ত্রী সে রাজ্যে যাচ্ছেন না? যদিও সরকারের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন। গিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপলক্ষ, চূড়াচন্দ্রপুরের ৭ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস।

মোদীর সফরের কথা ঘোষণা করে মণিপুরের মুখ্যসচিব পুনীতকুমার গোয়েল জানান, '১৩ সেপ্টেম্বর ৮৫০০ কোটি টাতার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মিজোরাম থেকে চূড়াচন্দ্রপুরে আসবেন। তারপর যাবেন ইম্ফল। প্রধানমন্ত্রীর সফর মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর পথ প্রশস্ত করবে'।

বিহারে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। স্বাধীনতার পর দেশের রেলপথের সঙ্গে জুড়তে চলেছে মিজোরাম। বৈরাবি ও সাইরাং ট্রেন চলাচলের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া অসম ও কলকাতাতেও রয়েছে তাঁর কর্মসূচি।

POST A COMMENT
Advertisement