Narendra Modi,Rahul Gandhiআক্রমণ-প্রতি আক্রমণে সরগরম বিহারের ভোটের প্রচার। কয়েকদিন আগেই সেখানে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরজেডিকে আক্রমণ করেছিলেন। দাবি করেছিলেন, লালু প্রসাদ যাদবের জমানায় জঙ্গলরাজ চলছিল বিহারে। কংগ্রেসকেও প্রশ্নবানে বিদ্ধ করেছিলেন। এবার পাল্টা দিলেন রাহুল। মোদীকে ড্রামাবাজ বলে কটাক্ষ করলেন তিনি।
মুজাফফরপুরে তেজস্বী যাদবকে পাশে বসিয়ে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদীকে। তাঁর দাবি, ভোট পাওয়ার জন্য প্রধানমন্ত্রী সব কিছু করতে পারেন। তাঁর কথায়, 'আপনারা যদি মোদীকে বলেন, ভোট পাওয়ার জন্য নাটক করতে তাহলে উনি নাটক করবেন। যদি বলেন, আপনি নাচুন তাহলে ভোট দেব, উনি নেচে দেবেন। ভোটের জন্য যা যা করানোর মোদীকে নিয়ে করিয়ে নিন। একবার চেষ্টা করে দেখুন। কিন্তু যা করানোর ভোটের আগে করাতে হবে। ভোটের পর কিন্তু নরেন্দ্র মোদীকে আর দেখতেই পাবেন না। তখন তিনি আম্বানির ছেলের বিয়েতে থাকবেন যাবেন। আর গরিব, খেটেখাওয়া মানুষের সঙ্গে মিশবেন না। তাঁদের কাছে আসবেন না।'
যমুনা নদী নিয়েও মোদী নাটক করছেন বলে অভিযোগ করলেন রাহুল। তাঁর দাবি, ছটপুজোর সময় যমুনার নোংরা জলে সাধারণ মানুষকে স্নান করতে হয়েছে। আর মোদীজি সুইমিং পুলে স্নান সেরেছেন। রাহুল বলেন, 'ছটপুজো বা বিহারের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি কেবল ভোটের জন্য চিন্তিত। তাই তো যমুনার নোংরা জলে দিল্লির মানুষ যখন স্নান করছিলেন, তখন মোদী নিজের জন্য তৈরি সুইমিং পুলে স্নান সেরেছিলেন।'
নীতীশ কুমারকে বিজেপি ব্যবহার করছে এই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন রাহুল। বলেন, 'নীতীশ কুমারের মুখ ব্যবহার করতে চাইছে বিজেপি। মোদী-শাহর হাতেই রিমোট কন্ট্রোল। এর আগে মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটচুরি হয়েছে। বিহারেও সব রকমের চেষ্টা করবে। ইতিমধ্যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিহারে সব ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে কংগ্রেস ও আরজেডি সরকার গড়বে।'
কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে কটাক্ষ করেন রাহুল। তিনি দাবি করেন, এই সরকার মুখে মেক ইন ইন্ডিয়া বললেও তা বাস্তবায়িত করতে পারছে না। সেজন্য ফোনে এখনও মেড ইন চায়না লেখা থাকে। তাঁর কথায়, 'ফোনে মেড ইন চায়নার বদলে বিহার থাকা উচিত। মোবাইল, শার্ট, প্যান্ট সবই এখানে তৈরি হওয়া উচিত যাতে যুবকরা কর্মসংস্থান খুঁজে পেতে পারে।'