scorecardresearch
 

Heeraben Modi Passes Away: অন্তিম যাত্রায় হীরাবেন মোদী, কাঁধ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

Advertisement
হাইলাইটস
  • চিকিৎসা চলাকালীন রাত সাড়ে ৩টেয় প্রয়াত হন হীরাবেন
  • খবর পেয়েই আমেদাবাদ রওনা হয়েছেন মোদী

প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) মা হীরাবেন মোদী (Heeraben Modi)। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আমেদাবাদের (Ahmedabad) ইউএন মেহতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মঙ্গলবার সন্ধ্যায় হীরাবেনকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের প্রয়াত হওয়ার খবর পেয়েই আমেদাবাদ রওনা হয়েছেন মোদী।

মঙ্গলবার হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় প্রধানমন্ত্রীর মা হীরাবেনের। দ্রুত তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা মোদীর মায়ের এমআরআই ও সিটি স্ক্যান করেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, হীরাবেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার একটি বুলেটিনে বলেছে, 'শ্রীমতি হীরাবেন মোদী ৩০ ডিসেম্বর ইউএন মেহতা হার্ট হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাত সাড়ে ৩টেয় মারা যান।'

মায়ের মৃত্যু সংবাদ নিজেই জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, 'একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে স্থির থাকে... মা-তে আমি সর্বদা সেই ত্রিত্ব অনুভব করেছি, যার মধ্যে রয়েছে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন। শততম জন্মদিনে মায়ের সঙ্গে দেখা হলে তিনি একটি কথা বলেছিলেন, যা সর্বদা মনে থাকে। তিনি বলেছিলেন, বুদ্ধিমত্তা নিয়ে কাজ করো, পবিত্রতার সঙ্গে জীবনযাপন করো। অর্থাৎ বুদ্ধিমত্তা দিয়ে কাজ করুন এবং পবিত্রতার সঙ্গে জীবনযাপন করুন।'

Advertisement

Advertisement