লোহার খুঁটি ভেঙে বুকে, জাতীয়স্তরের বাস্কেটবল প্লেয়ারের মর্মান্তিক মৃত্যুহরিয়ানার রোহতকের লক্ষন মাজরা গ্রামে এক বড় দুর্ঘটনা ঘটেছে। ১৬ বছরের জাতীয় পর্যায়ের অ্যাথলিট হার্দিক বাস্কেটবল কোর্টে একা অনুশীলন করছিলেন। রাত ১০টা নাগাদ তিনি একটি খুঁটিতে ঝুলতে চেষ্টা করছিলেন। তিনি কল্পনাও করেননি যে, কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়বেন। প্রথমবার যখন তিনি ঝুলেছিলেন, তখন কিছুই ঘটেনি, কিন্তু দ্বিতীয়বার যখন তিনি খুঁটিটি ধরেন, তখন পুরো লোহার খুঁটিটি সরাসরি তাঁর উপর পড়ে যায়। পুরো ঘটনাটি কাছের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। কাছাকাছি অনুশীলনরত খেলোয়াড়রা হার্দিককে বের করে আনতে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে তাঁকে রোহতকের পিজিআই-তে নিয়ে যান। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হার্দিকের।
হার্দিক বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় পদক জিতেছিলেন। কাংড়ায় একটি রুপো পদক, হায়দরাবাদে একটি ব্রোঞ্জ পদক এবং পুদুচেরিতে আরেকটি ব্রোঞ্জ পদক। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার এবং গ্রাম। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে রেকর্ড করা হয়েছে। এটিই প্রথম ঘটনা নয়। দু'দিন আগে, রবিবার বাহাদুরগড়ের হোশিয়ার সিং স্টেডিয়ামে একই রকম ঘটনা ঘটে। পনেরো বছরের আমান বিকেলে অনুশীলন করতে এসেছিল। অনুশীলনের সময় হঠাৎ করেই তাঁর উপর একটি বাস্কেটবলের খুঁটি পড়ে যায়। তাঁকে তাৎক্ষণিকভাবে রোহতকে পিজিআইতে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসার সময় তাঁরও মৃত্যু হয়।
নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন
দুই দিনে দুই তরুণ খেলোয়াড়ের মৃত্যু হরিয়ানা জুড়ে স্পোর্টস স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দুটি দুর্ঘটনার কারণই খুঁটি ভেঙে পড়া বলে জানা গেছে। মানুষ এখন দাবি করছে যে সরকার অবিলম্বে সকল স্পোর্টস মাঠে বাস্কেটবলের খুঁটি এবং অন্যান্য কাঠামো পরিদর্শন করুক যাতে এই ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।