প্রজাতন্ত্র দিবসে কেমন সাজছে বাংলার ট্যাবলো?
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল আকর্ষণ হল রঙিন ট্যাবলো। সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নমূলক সাফল্যের প্রাণবন্ত প্রদর্শনী এই ট্যাবলোগুলির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবার ৭৭তম প্রজাতন্ত্র দিবসে, কর্তব্য পথ জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'-এর থিমে নির্মিত ৩০টি ট্যাবলো দেখা যাবে।
প্রসঙ্গত দেশ এই বছর 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্ণ করছে। এই ট্যাবলোগুলির থিম হবে 'স্বাধীনতার মন্ত্র-বন্দে মাতরম' এবং 'সমৃদ্ধি-আত্মনির্ভর ভারতের মন্ত্র'। এর অর্থ হল ঐতিহ্য এবং উদ্ভাবনের সঙ্গম দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের কতর্ব্য পথে। মোট ৩০টি ট্যাবলোর মধ্যে ১৭টি থাকবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং ১৩টি ট্যাবলো বিভিন্ন মন্ত্রক এবং বিভাগ দ্বারা প্রদর্শিত হবে। রাজ্যগুলি এই ট্যাবলোর মাধ্যমে তাদের অনন্য সাংস্কৃতিক পরিচয় এবং উন্নয়নের গল্প তুলে ধরবে। যার মধ্যে থাকবে বাংলার ট্যাবলোও।
২৬ জানুয়ারি কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের মূল ভাবনা হিসেবে জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে দেশের সামরিক শক্তি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। আগামী ২৬ জানুয়ারি দেশের ১৭টি রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করবে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায়৷ এর মধ্যে 'বন্দেমাতরম-এর সার্ধ শতবর্ষ'–এর সঙ্গে সাযুজ্য রেখে এ বার পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম রাখা হয়েছে 'স্বাধীনতা আন্দোলনে বাংলা৷' জানা যাচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি বাংলার ট্যাবলোকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রাথমিক পর্যবেক্ষণে বিভিন্ন আপত্তি দেখানোর পরেও শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি বাংলার ট্যাবলোকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।
দিল্লিতে রাজ্য প্রশাসন সূত্রের দাবি, কেন্দ্রীয় থিমের সঙ্গে মানানসই হওয়া সত্ত্বেও বাংলার ট্যাবলোর সরকারি অনুমোদন নিয়ে টালবাহানা করেছিল প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এক্সপার্ট কমিটি৷ পরপর পাঁচটি বৈঠকের পরেও বাংলার ট্যাবলো নিয়ে বিভিন্ন খুঁটিনাটিতে আপত্তি তুলেছিলেন এক্সপার্ট কমিটির সদস্যরা৷ সূত্রের দাবি, কেন বাংলা বন্দেমাতরম থিম না করে 'স্বাধীনতা আন্দোলনে বাংলা'-কে থিম করা হয়েছে, এই প্রশ্নও তোলা হয়৷ তাতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা জানান, পশ্চিমবঙ্গ সরকার বন্দেমাতরমকে তাদের ট্যাবলোর থিমের মধ্যেই রেখেছে, একইসঙ্গে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকাকে তুলে ধরা হচ্ছে সামগ্রিক থিম হিসেবে৷
পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর ইনফরমেশন, শাশ্বত দাঁ জানিয়েছেন, বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে ‘বন্দে মাতরম’ই থিম করার কথা বলা হয় বাংলার তরফে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের মূর্তি রাখার কথাও জানানো হয়। সেই থিমেই অনুমোদন দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে সেই চূড়ান্ত অনুমোদনের চিঠিও এসে গিয়েছে। প্রসঙ্গত, গত বছর অনুমোদন পায়নি বাংলার ট্যাবলো। ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। এ ক্ষেত্রে বারবার ‘বৈষম্য়ের রাজনীতি’র অভিযোগ তুলে এসেছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। এবার অবশ্য দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার ট্যাবলোকে।