'মহিলাদের আরও ক্ষমতায়ন প্রয়োজন', RSS এর প্রতি আহ্বান জানালেন ইন্ডিয়া টুডের কলি পুরী

আরএসএসের (RSS) পরিচালন পরিষদে আরও মহিলার অন্তর্ভুক্তি প্রয়োজন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মহিলাদের আরও শক্তিশালী করার ক্ষেত্রে সেটা হবে বড় পদক্ষেপ। মন্তব্য করলেন ইন্ডিয়া টুডের ভাইস চেয়ারপার্সন কলি পুরী।

Advertisement
 'মহিলাদের আরও ক্ষমতায়ন প্রয়োজন', RSS এর প্রতি আহ্বান জানালেন ইন্ডিয়া টুডের কলি পুরী Kalli Purie
হাইলাইটস
  • আরএসএসের (RSS) পরিচালন পরিষদে আরও মহিলার অন্তর্ভুক্তি প্রয়োজন
  • মন্তব্য করলেন ইন্ডিয়া টুডের ভাইস চেয়ারপার্সন কলি পুরী

আরএসএসের (RSS) পরিচালন পরিষদে আরও মহিলার অন্তর্ভুক্তি প্রয়োজন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মহিলাদের আরও শক্তিশালী করার ক্ষেত্রে সেটা হবে বড় পদক্ষেপ। মন্তব্য করলেন ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন কলি পুরী। দিল্লিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভারতীয় স্বয়ং সেবক সংঘ তাদের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করবে, তার সাফল্যও কামনা করেন কলি পুরী। 

দেশের অগ্রগতির জন্য RSS এর আগামী ১০০ বছরের জন্য কী কী পরিকল্পনা করা উচিত, সেই সম্পর্কে তাঁর ভাষণে মূল্যবান পরামর্শ দেন পুরী। তিনি বলেন, 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালন পরিষদে মহিলাদের আনা প্রয়োজন। লিঙ্গের কারণে নয়, যোগ্যতার কারণেই তাঁদের অন্তর্ভুক্ত করা উচিত। কারণ মহিলারা প্রতিটি পরিবার এবং সমাজের পরিবর্তনের বাহক।' 

পরে সংঘ চালক মোহন ভাগবত তাঁর বক্তব্যে জানান, RSS এ মহিলারাও রয়েছেন। তাঁরা নানা ক্ষেত্রে কাজ করে চলেছেন। তাঁদের একাধিক গোষ্ঠী ও কর্মকাণ্ড রয়েছে। তাঁর কথায়, 'সমাজের পরিবর্তন আনতে গেলে দেশের জনসংখ্যার অর্ধেক মানুষকে কখনও বাদ দেওয়া সম্ভব নয়।' 

ভাগবতের আরও সংযোজন, ১৯৩৬ সালে মহিবাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সেবিকা সমিতি। তাদেরও আরএসএসের মূল সংস্থার বার্ষিক সভায় আমন্ত্রণ জানানো হয়।  

পুরী তাঁর দ্বিতীয় পরামর্শে দুর্নীতি দমনের উপর জোর দেন। ইন্ডিয়া টুডের সার্ভের তথ্য প্রকাশ করে তিনি জানান, দুর্নীতির ক্ষেত্রে ভারতীয়দের মনোভাব খুব হতাশাজনক। তাঁর কথায়, 'একটি রাজ্যে ৯৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, দুর্নীতি যেন প্রয়োজনের পর্যায়ে চলে এসেছে। অথচ দুর্নীতির কাছে আমাদের আত্মসমর্পণ করলে চলবে না। তাতে দেশের ও দশের ক্ষতি হবে। দুর্নীতি দমনে পরিশ্রমের বিকল্প কিছু নেই। যদি কোনও সংগঠন লাগাতার এটা নিয়ে কাজ চালিয়ে যেতে পারে তাহলে সেটা হল সংঘ।' 

এদিন বক্তব্যের শুরুতেই সংঘের পঞ্চ পরিবর্তনের প্রশংসা করেন। জানান, এই সংগঠনের শিক্ষা ও দর্শন মানুষের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। সেটা তিনি বিশ্বাস করেন। এই প্রথমবার সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সাক্ষাৎ নিয়ে বলেন, 'ভাগবত খুব সাদাসিধে জীবন যাপন করেন। তাঁর আচরণও অমায়িক।' 
 

Advertisement

POST A COMMENT
Advertisement