NEET, অগ্নিবীর, অযোধ্যা... সোমবার একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতাকে কাউন্টার দিতে গিয়ে রীতিমতো শোরগোল তৈরি হল লোকসভায়। আজ রাহুল গান্ধীর বক্তব্যের ১০টি পয়েন্ট সাজিয়ে দেওয়া হল আপনাদের জন্য। দেখে নিন এক নজরে...
১. 'NEET থেকে পরীক্ষার্থীদের বিশ্বাস উঠে গিয়েছে'
লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেন, 'NEET পড়ুয়ারা বছরের পর বছর ধরে তাঁদের পরীক্ষার প্রস্তুতি নেন। তাঁদের পরিবার আর্থিক এবং মানসিকভাবে সাপোর্ট করে। কিন্তু আজ অবস্থা এমনই যে NEET পরীক্ষার্থীরা আর এই পরীক্ষায় বিশ্বাস করে না। কারণ তারা বুঝে গিয়েছে যে, এই পরীক্ষা ধনী ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে, মেধাবীদের জন্য নয়।'
#WATCH | Leader of Opposition in Lok Sabha, Rahul Gandhi says, "NEET students spend years and years preparing for their exam. Their family supports them financially, and emotionally and the truth is that NEET students today do not believe in the exam because they are convinced… pic.twitter.com/j6VcLq3i99
— ANI (@ANI) July 1, 2024
২. শিবের ছবি নিয়ে রাহুল গান্ধী
এদিন শুরুতেই 'ভারতের ধারণা' নিয়ে ভাষণ শুরু করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রতিটি ধর্মেই মানুষকে ভয় না পাওয়ার কথা বলা হয়েছে। শিবের একটি প্ল্যাকার্ড দেখিয়ে তিনি কাউকে ভয় না করার বার্তার কথা বলেন। হিন্দু দেবদেবীর অভয় মুদ্রা বা 'হাত' প্রতীকেও কাউকে ভয় না পাওয়ার কথা বলা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, 'শিবজি বলেন, ভয় পেয়ো না, ভয় পেয়ো না এবং মাটিতে ত্রিশূল পুঁতে দাও। অন্যদিকে যারা নিজেদেরকে হিন্দু বলে, তারা চব্বিশ ঘণ্টা হিংসা-হিংসা-হানাহানি, ঘৃণা-বিদ্বেষে লিপ্ত থাকে। আপনি মোটেও হিন্দু নন। হিন্দু ধর্মে স্পষ্টভাবে লেখা আছে যে, সত্যকে সমর্থন করা উচিত। বিজেপি ভয় ছড়াচ্ছে।'
৩. 'BJP, RSS পুরো হিন্দু সমাজ নয়'
এদিন রাহুল বলেন, 'যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন।'
রাহুলের বক্তব্যের মাঝেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুবই বিপজ্জনক।'
এর উত্তরে রাহুল বলেন, 'BJP-ই পুরো হিন্দু সমাজ নয়। RSS পুরো হিন্দু সমাজ নয়।' বিরোধী শিবিরেও হিন্দুরা আছেন, বলেন রাহুল।
৪. 'রামের জন্মস্থান অযোধ্যা বিজেপিকে একটি বার্তা দিয়েছে'
অবধেশ প্রসাদের দিকে ইশারা করে রাহুল বলেন, 'ওই বার্তা আপনার সামনে বসে আছে। গতকাল কফি খাওয়ার সময় আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কখন জানলেন যে, আপনি অযোধ্যায় জিতেছেন? তিনি বলেন, প্রথম দিন থেকেই জেনেছি। অযোধ্যায় বিমানবন্দর তৈরি হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়নি। সমস্ত ছোট দোকানদারদের দোকান এবং ছোট ছোট বাড়ি ভেঙে ফেলা হয়েছে।'
৫. 'কে মাইক নিয়ন্ত্রণ করে', স্পিকার ওম বিড়লাকে প্রশ্ন রাহুল গান্ধী
লোকসভায় রাহুল গান্ধী তার বক্তৃতায় অভিযোগ করেন যে, তাঁর মাইক বন্ধ হয়ে যাচ্ছে। 'মাইক কে নিয়ন্ত্রণ করেন?' স্পিকার ওম বিড়লাকে জিজ্ঞাসা করেন তিনি। রাহুল গান্ধীকে স্পিকার ওম বিড়লা বলেন, তাঁর মাইক কখনও বন্ধ করা হয়নি।'
৬. অগ্নিবীর নিয়ে প্রশ্ন
সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেন, 'বিরোধী দল ভারত ব্লকের সরকার এলে অগ্নিবীর প্রকল্প বাতিল করা হবে।' অগ্নিবীরদের ভবিষ্যত কী হবে, তাই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুল বলেন, 'একজন অগ্নিবীর ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারায় কিন্তু তাঁকে 'শহিদ' বলা হয় না... 'অগ্নিবীর' একজন ইউজ অ্যান্ড থ্রো লেবার...'
৭. 'ইডির জেরায় অফিসাররাও অবাক'
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের দাবি করে রাহুল বলেন, 'ইডি আমাকে জেরা করেছে, এমনকী অফিসাররাও অবাক। ইন্ডিয়া ব্লকের নেতাদের জেলে বন্দী করে রাখা হয়। যারা ওবিসি-এসসি-এসটি নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।'
৮. 'প্রধানমন্ত্রীর সামনে আপনি ঝুঁকে যান'
'স্পিকার স্যার হ্যান্ডশেকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে মাথা নত করেন,' বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরেই তিনি বলেন, 'এই কক্ষে স্পিকারই শেষ কথা এবং অভিভাবক, হাউসে কারও কাছে মাথা নত করা উচিত নয়।'
৯. 'বিরোধী দলকে শত্রু মনে করবেন না'
লোকসভায় তাঁর বক্তৃতায়, রাহুল গান্ধী বলেন, 'আমরা বিরোধী, শত্রু নই। আমরা আপনাদের কাজকে আরও সহজ করতে আপনাদের সঙ্গে সহযোগিতা করতে চাই। আমাদের সকলকে এই দেশের জন্য একসঙ্গে কাজ করা উচিত।'
১০. মুদ্রাস্ফীতি নিয়ে অভিজ্ঞতা
ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা নিয়ে রাহুল বলেন, 'একজন মহিলা আমার কাছে এসে বললেন যে তিনি আমাকে মারছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম- কে মারছে? তিনি বলেন, আমার স্বামী আমাকে মারধর করছে। আমি জিজ্ঞেস করলাম কেন- তখন সে বলল সকালে খাবার দিতে পারে না। আমি জিজ্ঞেস করলাম কেন- তিনি বললেন মুদ্রাস্ফীতির কারণে।' তিনি বলেন, 'মনে রাখবেন মুদ্রাস্ফীতির কারণে প্রতিদিন সকালে অনেক মহিলা মার খাচ্ছেন।'