scorecardresearch
 

NEET PG Exam Date: NEET PG -র দিন ঘোষণা, কবে পরীক্ষা নেওয়া হবে? রইল আপডেট

NEET-এর প্রশ্নফাঁস কেলেঙ্কারির মধ্যে পরীক্ষার এক দিন আগে বাতিল হয়ে গিয়েছিল এ বছরের NEET PG। শুক্রবার NEET PG পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস। 

Advertisement
NEET PG পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হল। NEET PG পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হল।
হাইলাইটস
  • NEET PG পরীক্ষার নতুন দিন ঘোষণা।
  • পরীক্ষার এক দিন আগে বাতিল হয়ে গিয়েছিল এ বছরের NEET PG।
  • দুই শিফটে নিট পিজি পরীক্ষা নেওয়া হবে।

NEET-এর প্রশ্নফাঁস কেলেঙ্কারির মধ্যে পরীক্ষার এক দিন আগে বাতিল হয়ে গিয়েছিল এ বছরের NEET PG। শুক্রবার NEET PG পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস। 

আগামী ১১ অগস্ট দুই শিফটে নিট পিজি পরীক্ষা নেওয়া হবে। বিশদে জানতে লগ ইন করুন website,i.e.,natboard.edu.in এই দুই ওয়েবসাইটে। 

এর আগে, গত ২৩ জুন এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে গত ২২ জুন এই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় সম্প্রতি পরীক্ষা ঘিরে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে স্বচ্ছতার স্বার্থে এই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল বলে সেই সময় জানা গিয়েছিল। 

আরও পড়ুন


প্রসঙ্গত, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই বিতর্কের মধ্যেই UGC NET-এর জুন মাসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। স্বচ্ছতার প্রশ্নে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ জুন এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ২টি শিফটে পরীক্ষা নিয়েছিল এনটিএ। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, নতুন করে ফের এই পরীক্ষা নেওয়া হবে। এই ব্যাপারে শীঘ্রই জানানো হবে। জানা গিয়েছে, ওই পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ এসেছে। ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন বা ইউজিসি। সেখানে জানানো হয়েছে যে, ওই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হয়েছে। তারপরেই স্বচ্ছতার প্রশ্নে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। এই ঘটনায় তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে CSIR-NET। 

প্রশ্নফাঁসের ঘটনায় ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। 

Advertisement


 

Advertisement