কেমন আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)? দীর্ঘ বিতর্কের পরে সোমবারদিল্লি অর্ডিন্যান্স বিল রাজ্যসভাতেও অনুমোদন পেয়েছে। এই বিল আইনে পরিবণত হলে, দিল্লির আমলাতন্ত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। এই যাবতীয় বিষয়ের মধ্যে দিনভর রাজ্যসভার মধ্যমণি হয়ে রইলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মনমোহন সিং। ভগ্ন স্বাস্থ্য নিয়েও হুইল চেয়ারে বসেই রাজ্যসভার অধিবেশনে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
দিল্লি অর্ডিন্যান্স বিল রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। এই বিলের বিরোধিতায় বিরোধী জোট INDIA হেরে গিয়েছে রাজ্যসভাতেও। তবু বিরোধীদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সবার মন জয় করে নিলেন। ইন্টারনেট ভরে গেল শুভকামনা ও প্রশংসায়। কাজের প্রতি মনমোহন সিংয়ের নিষ্ঠাকে শ্রদ্ধা জানাচ্ছেন নেটিজেনরা। ৯০ বছর বয়সী কংগ্রেস সাংসদের সংসদে উপস্থিতির হার সানি দেওল, কিরণ খের, গৌতম গম্ভীরদের মতো সেলেব সাংসদদের থেকে অনেকটাই বেশি।
At 90, the King Dr. Manmohan Singh has come to Parliament to vote against Govt of NCT bill as per whip issued by Party.
— Anshuman Sail Nehru (@AnshumanSail) August 7, 2023
India will forever remain indebted to Dr. Manmohan Singh and his contributions towards building a self reliant economically strong India. pic.twitter.com/lxvC1YJQ1E
মনমোহন সিংকে সংসদে শ্রদ্ধা জানালেন আপ সাংসদ রাঘব চড্ডা। ট্যুইটারে লিখলেন, 'আজ রাজ্যসভায় ডক্টর মনমোহন সিং উপস্থিত হয়েছেন বিরোধী ঐক্যের প্রতীক হিসেবে। কালো অর্ডিন্যান্সের বিরোধিতা করতে এসেছেন। গণতন্ত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। আপনাকে আমার অন্তর থেকে প্রণাম। ধন্যবাদ স্যর।'
Today, in the Rajya Sabha, Dr. Manmohan Singh stood as a beacon of integrity and came especially to vote against the black ordinance. His unwavering commitment to democracy and the constitution is a profound inspiration. My heartfelt gratitude goes out to him for his invaluable… pic.twitter.com/JhBwUUjQOe
— Raghav Chadha (@raghav_chadha) August 7, 2023
এদিন ভোটাভুটির সময়ে হুইলচেয়ারে করে রাজ্যসভায় যান প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মনমোহন সিং। অসুস্থ থাকলেও, তাঁকে এই দিন হুইলচেয়ারে নিয়ে আসা হয়েছিল। ট্যুইটারে অনেকে লিখেছেন, মণিপুরের হিংসা নিয়ে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব, তখন ৯০ বছরের অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী হুইলচেয়ারে করেও রাজ্যসভায় এলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই পদক্ষেপ জাতীয় রাজনীতিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
যদিও মনমোহন সিংকে হুইলচেয়ারে রাজ্যসভায় উপস্থিত করাকে কংগ্রেসের বর্বরতা বলেই কটাক্ষ করছে বিজেপি।