Hemant Soren: 'এত কঠিন নির্বাচন আগে দেখিনি,' বললেন হেমন্ত সোরেন, জয়ের কৃতিত্ব দিলেন স্ত্রী কল্পনাকে

দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মসনদে ফিরলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৫৭টিতে এগিয়ে গিয়েছে। শনিবার বিকেলে জয় নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন হেমন্ত।

Advertisement
'এত কঠিন নির্বাচন আগে দেখিনি,' বললেন হেমন্ত সোরেন, জয়ের কৃতিত্ব দিলেন স্ত্রী কল্পনাকেজয়ের পর স্ত্রীকে 'ওয়ান ম্যান আর্মি' বললেন হেমন্ত সোরেন।

দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মসনদে ফিরলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৫৭টিতে এগিয়ে গিয়েছে। শনিবার বিকেলে জয় নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন হেমন্ত। সেখানে এই জয়ের কৃতিত্ব দেন স্ত্রী কল্পনা সোরেন ও তাঁর দলকে।

হেমন্ত সোরেন বলেন, 'আমরা আমাদের হোমওয়ার্ক করেছি। আমাদের লক্ষ্য স্থির করেছি। আমরা জানতাম যে খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। তাই আমরা দলের সঙ্গে মাঠে নেমে কাজ করা শুরু করলাম। দুর্দান্ত টিমওয়ার্ক হয়েছে। আমরা যে বার্তাটা দিতে চেয়েছিলাম সেটাই আমরা পৌঁছে দিয়েছি।'

স্ত্রী কল্পনাকে 'ওয়ান ম্যান আর্মি' বলেছেন

তিনি বলেন, 'লোকসভা নির্বাচনে আমরা কেমন পারফর্ম করেছি সেটা তো আপনারা দেখেছেন (জেএমএম-কংগ্রেস জোট ১৪টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল)। আমি যদি জেলের বাইরে থাকতাম, তাহলে আমরা আরও ভাল(ফল) করতাম। সেই সময় আমার স্ত্রী কল্পনা সোরেন 'ওয়ান ম্যান আর্মি'র মতো কাজ করছিলেন। আর তারপর আমরা দু'জন একসঙ্গেই ছিলাম।'

‘ভোটার ও নেতার সম্পর্ক হতে হবে শিক্ষক-ছাত্রের মতো’ 

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে ভোটপ্রচারে ইস্যু করেছিল বিজেপি। সেই প্রসঙ্গে হেমন্ত সোরেন বলেন, 'প্রধান বিষয়টি হল কারা এই কথাগুলো শুনছেন এবং তারা এর থেকে কী নিচ্ছেন। ভোটার ও নেতার সম্পর্ক শিক্ষক ও ছাত্রের মতো হওয়া উচিত। শিক্ষকের ছাত্রের চাহিদাটা বুঝতে হবে।

'এমন নির্বাচন দেখিনি'

হেমন্ত বলেন, 'মানুষ দেখেছে, গত পাঁচ বছরে আমরা কীভাবে তাঁদের পাশে ছিলাম। ওঁরা আমাদের খুব কাছ থেকে দেখেছে। ভোটারদের যে যে সমস্যা ছিল, ঠিক সেই সেই বিষয়গুলিরই জবাব দিয়েছি। বিজেপি যে ভুলগুলো করছে আমরা সেগুলির উপর ফোকাস করেছি। আমরা যে যে ভাল কাজ করেছি সেটার উপর জোর দিয়েছি।'

এরপর সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, এই নির্বাচনে জেতার নিয়ে আপনার ওপর কি অনেক চাপ ছিল? তিনি বলেন, 'অনেক, আমি বলে বোঝাতে পারব না যে কতটা চাপ ছিল... খুব কঠিন পরিস্থিতি ছিল। আমার মনে হয় না আমি এর আগে কখনও এমন নির্বাচন দেখেছি। আমার মনে হয় না আর কখনও দেখব।'

Advertisement

POST A COMMENT
Advertisement