
প্রতীকী ছবি ভারত সম্প্রতি ভূমিকম্প প্রবণ এলাকাগুলির একটি মানচিত্র প্রকাশ করেছে। যা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা সংশোধিত সিসমিক জোনের মানচিত্র। সংশোধিত এই মানচিত্র প্রথমবারের মতো পুরো হিমালয় অঞ্চলকেই সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্প প্রবণ জোনের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে।
ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ণে সবচেয়ে বড় পরিবর্তন হয়তো এটিই। দেখা গিয়েছে, দেশের ৬১% অংশ এখন মাঝারি থেকে উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকায় পড়ছে। আগে হিমালয় অঞ্চলকে জোন ৪ এবং ৫-এর মধ্যে ভাগ করা হলেও ঝুঁকি ছিলই। পুরনো মানচিত্রে দীর্ঘদিন ধরে নিষ্ক্রীয় থাকা ফল্ট সেগমেন্টগুলোর বিপদকে যথাযথ ভাবে ধরা হয়নি। বিশেষত মধ্য হিমালয়ে, যেখানে গত ২০০ বছরে কোনও বীভৎস ভূমিকম্প হয়নি।
হলুদ, কমলা, লাল, একাধিক জোনে ভাগ করা হয়েছে ভারতের ভূমিকম্প প্রবণ এলাকাগুলিকে। ঝুঁকিপূর্ণ তালিকার মাপকাঠিতে কোন রং কলকাতার?
কেন হিমালয় বিপদসীমার মধ্যে রয়েছে?
হিমালয়কে ভারতের সর্বোচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় টেকটনিক সংঘর্ষ অঞ্চলের উপর অবস্থিত। ভারতী প্লেট প্রতি বছর প্রায় ৫ সেন্টিমিটার বেগে উত্তরে এগিয়ে ইউরেশীয় প্লেটের মধ্যে ধাক্কা দিচ্ছে। এই প্রচণ্ড বলেই হিমালয় সৃষ্টি হয়েছে এবং এখনও ধীরে ধীরে উঁচু হচ্ছে। এই সংঘর্ষ ভূপৃষ্ঠে বিশাল চাপ তৈরি করে এবং হঠাৎ চাপ মুক্তি পেলেই শক্তিশালী ভূমিকম্প ঘটে। পাশাপাশি হিমালয় অঞ্চলের ভূতত্ত্ব তুলনামূলক ভাবে অল্পবয়সী ফলে শিলাস্তর এখনও ভাঁজ হচ্ছে, ভাঙছে এবং অস্থিতিশীল হয়ে আছে।

নতুন মানচিত্রে কোন এলাকাগুলি ঝুঁকিপূর্ণ?
নতুন মানচিত্রে হিমালয়ের দক্ষিণ দিকে ভূমিকম্পের প্রবণতা বেশি হিসেবে দেখানো হয়েছে। এতে দেহরাদুন প্রবল ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়েছে। দু'টি ভিন্ন জোনের সংযোগস্থলে থাকা শহরগুলিকে এখন উচ্চ ঝুঁকিপূর্ণ জোনে অন্তর্ভূক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যের ঘনবসতিপূর্ণ শহরগুলি।
কলকাতা কতটা ভূমিকম্প প্রবণ?
নয়া মানচিত্র অনুযায়ী, ভারতকে মোট ৫টি জোনে ভাগ করা হয়েছে। তবে কোন জোন কতটা ভূমিকম্প প্রবণ তা বোঝাতে ২ থেকে ৬ পর্যন্ত ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে। হাল্কা কমলা রঙের জোন ৪ ক্যাটাগরিতে রাখা হয়েছে কলকাতাকে। সর্বোচ্চ ভূমিকম্প প্রবণ অর্থাৎ লাল রঙের জোন ৬ ক্যাটাগরিতে রয়েছে গ্যাংটক, জম্মু-কাশ্মীরের একাংশ, দেহরাদুন এবং উত্তর পূর্ব ভারতের সবক'টি রাজ্য। এছাড়াও রেড জোনে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।