scorecardresearch
 

Nirmala Sitharaman: বাজেটে শুধু দু'টি রাজ্যকেই অঢেল বরাদ্দ? নির্মলা টানলেন UPA জমানা

তৃতীয় মোদী সরকারের বাজেটে শুধু মাত্র বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। যা নিয়ে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। এই নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার সংসদে নির্মলা ইউপিএ জমানার বাজেটের তথ্য তুলে ধরে বিরোধীদের পাল্টা আক্রমণ করলেন। বললেন, 'বিভ্রান্তিমূলক প্রচার করছে বিরোধীরা।'

Advertisement
নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন।
হাইলাইটস
  • 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির।
  • ফের বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • নির্মলা ইউপিএ জমানার বাজেটের তথ্য তুলে ধরলেন।

তৃতীয় মোদী সরকারের বাজেটে শুধু মাত্র বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। যা নিয়ে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। এই নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার সংসদে নির্মলা ইউপিএ জমানার বাজেটের তথ্য তুলে ধরে বিরোধীদের পাল্টা আক্রমণ করলেন। বললেন, 'বিভ্রান্তিমূলক প্রচার করছে বিরোধীরা।'

ঠিক কী বলেছেন নির্মলা?
 মঙ্গলবার নির্মলা বলেন, 'বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে যে, শুধু মাত্র ২টো রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে,  বাকি রাজ্যে দেওয়া হয়নি।বাজেটে কোনও রাজ্যকে বঞ্চনা করা হয়নি।বাজেটে কোনও রাজ্যের নাম উল্লেখ করা হয়নি বলে যে বরাদ্দ পায়নি, এমনটা নয়।'

এই প্রসঙ্গে বলতে গিয়ে ইউপিএ আমলের বাজেটের প্রসঙ্গ টানেন সীতারামন। বলেন, 'ইউপিএ আমলে বাজেটে অনেক রাজ্যের নাম উল্লেখ করা হয়নি। ২০০৬-২০০৭ বাজেটে ১৩টি রাজ্যের নাম বলা হয়নি। ২০০৪-২০০৫ বাজেটে ১৭টি রাজ্যের নাম উল্লেখ করা হয়নি। ২০০৯-২০১০ বাজেটে ২ রাজ্যের নাম উল্লেখ করা হয়েছিল।'

আরও পড়ুন


তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে আক্রমণ করেছে বিরোধী শিবির। বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। বিহারে নীতীশ কুমার এবং অন্ধ্রে চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে তৃতীয়বার সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। বিরোধীদের অভিযোগ, শরিকদের মন রাখতেই ওই দুই রাজ্যে বিশেষ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, বাজেটকে 'কাট অ্যান্ড পেস্ট' বলেও কটাক্ষ করা হয়েছে।

এই প্রসঙ্গে সম্প্রতি আজতককে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা আগে বলেছিলেন, 'উন্নত ভারতের কথা মাথায় রেখে আমরা ভোট অন অ্যাকাউন্টের সময় এটি উল্লেখ করেছি। এখন আমরা এই বাজেটে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাই এতে 'কাট পেস্ট' দাবি করার কোনও অধিকার নেই। ২০৪৭ সালের মধ্যে ভারতকে যদি উন্নত ভারত হতে হয়, তাহলে তার জন্য আমরা যে পথ তৈরি করছি তাতে প্রথম পাঁচ বছরে আমরা কী করতে যাচ্ছি, প্রধানমন্ত্রী আগেই নির্বাচনের আগে আমাদের বাজেটের মাধ্যমে বলেছিলেন।' নির্মলা এ-ও বলেছেন যে, 'জনগণকে বিভ্রান্ত করতে কংগ্রেস নাটক করছে।'

Advertisement

এদিন অর্থমন্ত্রী রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, 'আদানিকে যখন প্রকল্প দেওয়া হয়েছিল, সেই সময় কেউ আপত্তি করেননি। যাঁরা এ ওয়ান, এ টু বলছেন, তাঁরাও চুপ ছিলেন।'
 

Advertisement