Nirmala Sitharaman: শিক্ষা প্রতিষ্ঠানে GST কেন কমল না? পড়ুয়ার প্রশ্নে অর্থমন্ত্রী জানালেন...

দিনে দিনে স্কুল ফি বেড়েই চলেছে। রোজকার জিনিসপত্রের দাম কমলেও স্কুল ফি-এর উপর জিএসটি এখনও কমেনি! জিএসটি সংস্কারের পর আজতকের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই অনুষ্ঠানে এক পড়ুয়ার প্রশ্ন, জিএসটি সংস্কারে স্কুল ফি-এর উপর কেন কর কমানো হল না? অর্থমন্ত্রী ব্যাখ্যা দিলেন, শিক্ষায় কোন কোন ক্ষেত্রকে করমুক্ত রাখা হয়েছে। আর বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে সরকারের অবস্থান। 

Advertisement
শিক্ষা প্রতিষ্ঠানে GST কেন কমল না? পড়ুয়ার প্রশ্নে অর্থমন্ত্রী জানালেন...
হাইলাইটস
  • কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজতক-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জিএসটি সংস্কার ও তার প্রভাব নিয়ে বিস্তারিত জানালেন।
  • এক পড়ুয়ার সরাসরি প্রশ্ন ছিল, জিএসটি-২.0-এ স্কুল ফি-এ কর না কমানোর কারণ কী?

দিনে দিনে স্কুল ফি বেড়েই চলেছে। রোজকার জিনিসপত্রের দাম কমলেও স্কুল ফি-এর উপর জিএসটি এখনও কমেনি! জিএসটি সংস্কারের পর আজতকের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই অনুষ্ঠানে এক পড়ুয়ার প্রশ্ন, জিএসটি সংস্কারে স্কুল ফি-এর উপর কেন কর কমানো হল না? অর্থমন্ত্রী ব্যাখ্যা দিলেন, শিক্ষায় কোন কোন ক্ষেত্রকে করমুক্ত রাখা হয়েছে। আর বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে সরকারের অবস্থান। 

কোচিং সেন্টার ব্যবসা

অর্থমন্ত্রীর বক্তব্য, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির ওপর কোনও কর বসানো হয়নি। যে সব প্রতিষ্ঠান ব্যবসা করে, তাদের ছাড় দেওয়া হয়নি। যেমন- কোচিং সেন্টার, টিউশন, বড় পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। এই সব প্রতিষ্ঠানকে বাণিজ্যিক পরিষেবার আওতায় ১৮% জিএসটি ধার্য করা হয়েছে। নির্মলা মনে করিয়ে দেন, স্কুল-কলেজের ভর্তি-ফি, টিউশন-ফি, স্কুল বাস বা মিড-ডে মিলের ওপর জিএসটি নেই।

কোচিং-এ জিএসটি কতটা? 
নির্মলা উদাহরণ হিসেবে বোঝালেন, কোচিংয়ে যদি কোনও পরিবার ৫০,০০০ টাকা খরচ করে, তাতে আগের নিয়মে ১৮% জিএসটি পড়ে। যার ফলে কোচিং-ফিতে প্রায় ৯,০০০ টাকা অতিরিক্ত লাগত। 

খরচ কোথায় কমবে?
তবে নতুন জিএসটি স্ল্যাবগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈনন্দিন শিক্ষা খরচে সাশ্রয় বারবারের মতো এসেছে, নতুন জিএসটি-তে অনেক স্টেশনারি ও শিক্ষা সামগ্রী শূন্য বা কম স্ল্যাবে এসেছে। নির্মলা বললেন, কপি, বই, গ্রাফ পেপার, ল্যাব নোটবুক ইত্যাদি সামগ্রীর ওপর আগে যেটা ১২% বা ১৮% ছিল, তা এখন শূন্য অথবা ৫%-এ নামানো হয়েছে।


 

POST A COMMENT
Advertisement