Nitish Kumar: বিহারে নীতীশই CM? ডেপুটি CM ঘিরেও জল্পনা, পটনায় যা যা চলছে...

বিহারে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া এখন প্রায় শেষ দফায়। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথগ্রহণ আয়োজনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও নিশ্চিত নয়, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই শপথ নেবেন কি না।

Advertisement
বিহারে নীতীশই CM? ডেপুটি CM ঘিরেও জল্পনা, পটনায় যা যা চলছে...
হাইলাইটস
  • বিহারে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া এখন প্রায় শেষ দফায়।
  • সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথগ্রহণ আয়োজনের প্রস্তুতি চলছে।

বিহারে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া এখন প্রায় শেষ দফায়। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথগ্রহণ আয়োজনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও নিশ্চিত নয়, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই শপথ নেবেন কি না।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হলে তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। একই সঙ্গে জেডিইউ শীর্ষসূত্রের দাবি, নীতীশ কুমারকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব রাজভবনে পেশ করার ‘অধিকার’ দেওয়ার একটি সিদ্ধান্তও মন্ত্রিসভায় পাশ হবে।

রবিবার সদ্যনির্বাচিত বিধায়কদের তালিকা নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল। ফল অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় ২০২টি আসন পেয়ে এনডিএ বজায় রেখেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। বিজেপি: ৮৯, জেডিইউ: ৮৫, এলজেপি (আরভি): ১৯, হ্যাম ও আরএলএম: ৯। 

সরকার গঠনের প্রস্তুতি জোরকদমে চলছে। দিল্লিতে এনডিএ সমন্বয় বৈঠকে যোগ দেওয়ার পর জেডিইউয়ের কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। এনডিএ-র প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে প্রথম কাজ।

জেডিইউ শীর্ষ নেতৃত্বের দাবি, গত সরকারে মাত্র ১২-জন মন্ত্রী থাকলেও এবার তাদের আসন বেড়েছে, তাই নতুন মন্ত্রিসভায় আরও বেশি প্রতিনিধিত্ব চায় দলটি। তবে এলজেপি (আরভি) ও আরএলএম-কে সঙ্গে নিয়ে সবাইকে সন্তুষ্ট করা কঠিন চ্যালেঞ্জ হবে, স্বীকার করছেন জেডিইউ নেতারা।

এলজেপি (আরভি) প্রধান চিরাগ পাসওয়ান জানিয়েছেন, তার দল সরকারে থাকতে চায়। তবে ডেপুটি সিএম পদ চান কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। গত সরকারে বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা ছিলেন দুই উপমুখ্যমন্ত্রী।
হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হ্যাম)-র বিধায়করা বৈঠকে শিকন্দর বিধায়ক প্রফুল্ল মাঞ্জিকে দলনেতা নির্বাচিত করেছেন। দলের এমএলসি সন্তোষ কুমার সুমন বলেন, নীতীশ কুমারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং আবারও বিহারের মানুষের সেবায় যুক্ত হতে চান তাঁরা।

Advertisement

রবিবার এনডিএ শরিক জীতেনরাম মাঞ্জি ও উপেন্দ্র কুশওহা পৃথকভাবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন। সূত্রের দাবি, মন্ত্রিসভায় আসন বণ্টন ও সরকার গঠনের খুঁটিনাটি নিয়েই বিস্তারিত আলোচনা হয়।


POST A COMMENT
Advertisement