দেশজুড়ে কৃষকদের আন্দোলনের চাপে ইতিমধ্যেই তিন কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি ছিল, কৃষক আন্দোলনে কয়েকশো কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের আর্থিক সহায়তা দিতে হবে কেন্দ্রকে। কিন্তু বিরোধীদের দাবি সংসদে সরাসরি খারিজ করে দিল মোদী সরকার। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানালেন, আন্দোলনের জেরে কোনও কৃষকের মৃত্যু হয়েছে, এমন কোনও তথ্য সরকারের কাছে নেই। তাই আর্থিক সহায়তা দেওয়ার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: কৃষক আন্দোলনের কাছে হার মানল কেন্দ্র, ৩ কৃষি আইন প্রত্যাহার মোদীর
কৃষক মৃত্যুর কোনও তথ্য নেই
সংসদে বিরোধীরা মোদী সরকারের কাছে জানতে চায়, কৃষক আন্দোলনের জেরে যে সব কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কী ভাবছে কেন্দ্র? কৃষি মন্ত্রী বলেন, 'কৃষক আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে কোনও কৃষকের, এমন কোনও তথ্য কৃষিমন্ত্রকের কাছে নেই। তাই সাহায্যের প্রশ্নই ওঠে না।'
কৃষক নেতারা দাবি করেছেন, আন্দোলন চলাকালীন ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে সিঙ্ঘু, টিকরি ও গাজিয়াবাদ সীমানায়। মূলত, দিনের পর দিন প্রতিকূল আবহাওয়ায় রাস্তায় বসে ধর্নায় শরীর খারাপে মৃত্যু হয়েছে তাঁদের। অনেকে আত্মহত্যাও করেছেন। কৃষকদের বকেয়া ইস্যুগুলো নিয়েও আলোচনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
আন্দোলন চলবে
তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেও কৃষক সংগঠনের দাবি, যতদিন না কেন্দ্র নূন্যতম সহায়ক মূল্যে আইনি গ্যারান্টি না দেবে, ততদিন তাঁদের আন্দোলন চলবে। এছাড়াও একাধিক আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে পুলিশ কেসগুলিও প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।
গত শুক্রবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'হয়তো আমাদের তপস্যায় কিছুর ভুল ছিল। যে কারণে আমরা কৃষকদেরকে এই আইন সম্পর্কে বোঝাতে পারিনি। তবে আজ কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি দেশকে বলতে চাই যে আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।'