Noida Road Accident: মদের নেশায় বুঁদ হয়ে মধ্যরাতে জয়রাইড, ৫ বছরের শিশুকে পিষে দিল BMW

বিলাসবহুল গাড়িতে জয়রাইডে বেরিয়েছিলেন নয়ডার বাসিন্দা। পেটে পড়েছিল দু'পাত্তর। ঝড়ের বেগে গাড়ি চালিয়ে পিষে দিলেন ৫ বছরের শিশুকে। ঘটনা নয়ডার।

Advertisement
 মদের নেশায় বুঁদ হয়ে মধ্যরাতে জয়রাইড, ৫ বছরের শিশুকে পিষে দিল BMWনয়ডায় পথ দুর্ঘটনায় অভিযুক্ত BMW-র দুই যাত্রী
হাইলাইটস
  • মত্ত অবস্থায় BMW নিয়ে নয়ডার রাস্তায় তাণ্ডব
  • বিলাসবহুল গাড়ি পিষে দিল একরত্তিকে
  • চালককে আটক করেছে পুলিশ

মদের নেশায় বুঁদ, বিলাসবহুল গাড়ির স্টিয়ারিং হাতে ব়্যাশ ড্রাইভিং। ফলস্বরূপ নয়ডার বিলাসবহুল গাড়ির চালক পিষে দিলেন এক ৫ বছরের শিশুকে! শনিবার রাতের এই ঘটনা যারা চাক্ষুস করেছেন, প্রত্যেকেরই অভিযোগ মদ খেয়ে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন ওই বাসিন্দা। স্পিডে ছুটে আসা BMW প্রবল গতিতে একটি গাড়ি ছুটে এসে পিছন থেকে একটি স্কুটারে ধাক্কা মারে। চার চাকার গাড়িটি এতটাই গতিতে ছিল, স্কুটার ছিটকে গিয়ে পড়ে অন্য প্রান্তে। সেই স্কুটারেই ছিলেন এক ব্যক্তি, এক মহিলা ও পাঁচ বছরের শিশু। ২ জন গুরুতর আহত হলেও বাঁচানো যায়নি একরত্তিকে। 

দুর্ঘটনার পরে পালানোরও চেষ্টা করেছিলেন চালক। যদিও হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন। হিড় হিড় করে টানতে টানতে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর সাধের BMW-টিকেও। 

দুর্ঘটনাস্থল নয়ডার ৩০ নম্বর সেক্টর, পিজিআই হাসপাতালের সামনে।  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দু’জন ছিলেন। দু’জনই ছিলেন মত্ত অবস্থায়। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২০টি গাড়িতে ধাক্কা মারে একটি মালবোঝাই ট্রাক। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। পাশাপাশি আহত হন ১৯ থেকে ২০ জন। এই দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলি থানা এলাকায়। একটি কন্টেনার বোঝাই ট্রাক ব্রেক ফেল করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বইগামী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পরপর ধাক্কা মারতে থাকে। কিছু গাড়িকে কার্যত পিষে চলে যায়। এভাবে প্রায় ২০টি গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি।

 

POST A COMMENT
Advertisement