Rahul Gandhi: গ্রেফতার হবেন রাহুল গান্ধী? জামিন অযোগ্য ধারায় জারি পরোয়ানা

লোকসভার বিরোধী দলনেতা ফের আইনি বিপাকে। এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। BJP-র বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই মামলাটি হয়েছিল ২০১৮ সালে। ঠিক কী জানিয়েছে আদালত?

Advertisement
 গ্রেফতার হবেন রাহুল গান্ধী? জামিন অযোগ্য ধারায় জারি পরোয়ানাRahul Gandhi
হাইলাইটস
  • লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
  • ঝাড়খণ্ডে চাইবাসা কোর্টের পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে
  • আগামী ২৬ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে

ফের বিপাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার ঝাড়খণ্ডের চাইবাসা কোর্ট তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ২৬ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। 

কোন মামলায় বিপাকে পড়লেন রাহুল?
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। ওই বছর ২৮ মার্চ রাহুল গান্ধী এক রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন, যেখানে BJP-র বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। এই ভাষণ নিয়ে BJP নেতা প্রতাপ কাটিয়ার ৯ জুলাই ২০১৮ সালে চাইবাসা এমপি-এমএলএ কোর্টে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরপর এই মামলা ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে ২০ ফেব্রুয়ারি ২০২০ সালে রাঁচির এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরিত করা হয়। ফের সেখান থেকে মামলাটি পাঠানো হয় চাইবাসার এমপি-এমএলএ কোর্টে। সেই কোর্ট রাহুল গান্ধীর নামে সমন জারি করে। 

তবে সমন পেয়েও রাহুল গান্ধী হাজিরা এড়িয়ে যান। এরপর প্রথম জামিন যোগ্য ধারাতেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তখনও রাহুল হাজিরা দেননি। রাহুল গান্ধীর আইনজীবী ঝাড়খণ্ড হাইকোর্টে এই পরোয়ানা রোখার দাবিতে আবেদন করেন। তবে সেই আবেদন খারিজ হয় ২০ মার্চ ২০২৪ সালে। এরপর চাইবাসা কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার বিরুদ্ধেও আবেদন জানানো হয় রাহুলের আইনজীবীর পক্ষে।

তবে কি শেষ পর্যন্ত গ্রেফতার হতে পারে রাহুল গান্ধী? কঠোর অবস্থান নিয়ে চাইবাসা এমপি-এমএলএ কোর্ট রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২৬ জুন তাঁকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এবারও যদি তিনি অনুপস্থিত থাকেন তবে রাহুলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।  

 

 

POST A COMMENT
Advertisement