PM Modi 18th Lok Sabha Session: 'আর কেউ হিম্মত করবে না,' এমার্জেন্সির ৫০ বছর তুলে বিরোধীদের কী বার্তা মোদীর?

Lok Sabha Session Updates:সোমবার ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনের আগে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতে এমার্জেন্সির ৫০ বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি যাঁরা বিশ্বাস রাখেন, তাঁদের জন্য ২৫ জুন এমন একটি দিন, যাঁ তাঁরা ভুলতে পারবেন না।'

Advertisement
'আর কেউ হিম্মত করবে না,' এমার্জেন্সির ৫০ বছর তুলে বিরোধীদের কী বার্তা মোদীর?Modi Today
হাইলাইটস
  • সোমবার ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনের আগে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এমার্জেন্সির ৫০ বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।
  • তিনি বলেন, 'দেশবাসী বিরোধীদের উপর গণতন্ত্রের গরিমা বজায় রাখার প্রত্যাশা করেন।'

Lok Sabha Session Updates:সোমবার ১৮ তম লোকসভার প্রথম অধিবেশনের আগে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতে এমার্জেন্সির ৫০ বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি যাঁরা বিশ্বাস রাখেন, তাঁদের জন্য ২৫ জুন এমন একটি দিন, যাঁ তাঁরা ভুলতে পারবেন না। আগামিকাল, ২৫ জুন ভারতের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল, তার ৫০ বছর পূর্ণ হচ্ছে। ভারতের নতুন প্রজন্ম এই কথাটা কখনই ভুলবে না যে ভারতের সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘণ করা হয়েছিল, দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল, গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল।'

তিনি আরও বলেন, 'এমার্জেন্সির এই ৫০ বছরে আমরা এই সংকল্প নেব যে, আমরা সংবিধানের রক্ষা করে ভারতের গণতন্ত্র, গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করে, দেশবাসী সংকল্প নেবে যে ভারতে আর কখনও কেউ এখন হিম্মত করবে না, যেটা ৫০ বছর আগে হয়েছিল এবং গনতন্ত্রে কালো দাগ লাগিয়ে দেওয়া হয়েছিল।'

এদিন বিরোধীদের নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'দেশবাসী বিরোধীদের উপর গণতন্ত্রের গরিমা বজায় রাখার প্রত্যাশা করেন। আমি আশা করি বিরোধীরা তাতে সফল হবেন।'

তিনি এরপর বলেন, 'সাধারণ মানুষের প্রত্যাশা থাকে সংসদে ডিবেট, ডিজিল্যান্সের। মানুষের এই প্রত্যাশা নেই যে, নাটক(নখড়ে) হতে থাকবে, ড্রামা হতে থাকবে, ডিস্টার্বেন্স হতে থাকবে। মানুষ সাবস্টেন্স চান, স্লোগান চান না। দেশবাসী একটি ভাল, দায়িত্বপূর্ণ বিরোধী আশা করে। আমার দৃঢ় বিশ্বাস এই ১৮তম লোকসভায় আমাদের যে সাংসদরা জিতে এসেছেন, তাঁরা সাধারণ মানুষের এই আশাগুলি পূর্ণ করার চেষ্টা করবেন।'

বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, 'সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু দেশ চালাতে সহতম প্রয়োজন।'

POST A COMMENT
Advertisement