North Sikkim Landslide: টানা বৃষ্টি ও পাহাড়ি ধস উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থাকে কার্যত বিপর্যস্ত করে তুলেছে। ফলে দশমীর দিনেই বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গন-চুংথাং সংযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এখন অচল। টুং–নাগা নতুন সড়ক ধস ও সিঙ্কিং জোনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ রয়েছে। ফিডাং-সাংলালাং রোড রিংখোলা এলাকায় ধসে থমকে আছে। একইভাবে সাংলালাং-শিপগিয়ার রোডও এডিএমএস অঞ্চলে আটকে গেছে, যদিও উদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে।
সবচেয়ে সংকটজনক অবস্থা চুংথাং-লাচেন রাস্তায়, যা এখনও পুরোপুরি অবরুদ্ধ। তবে স্বস্তির খবর, লাচেন থেকে থাঙ্গু এবং সেখান থেকে গুরুডোংমার পর্যন্ত রাস্তায় কোনো সমস্যা নেই। অন্যদিকে, চুংথাং-লাচুং এবং লাচুং-ইয়ুমথাং-ডঙ্কিলা রুট একেবারেই সচল, ফলে পর্যটকদের অনেকটাই স্বস্তি মিলেছে।
মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার রাকডং-টিনটেক রোড পুরোপুরি খোলা থাকলেও, ফোডং রোড দিয়ে শুধু হালকা গাড়িই চলাচল করছে। মাঙ্গান-ডিকচু সড়কও চালু রয়েছে।
এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আকাশ মেঘলা থাকবে এবং নতুন ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসন ইতিমধ্যেই পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কবার্তা জারি করেছে।