সিআইএসএফে উল্লেখযোগ্যভাবে কমেছে আত্মহত্যার সংখ্যা। কেন্দ্রের পেশ করা একটি পরিসংখ্যানে এই তথ্য় সামনে এসেছে। প্রায় অর্ধেক কমে গিয়েছে এই সুইসাইডের সংখ্যা। ফলে কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সিআইএসএফের তরফে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) ২০২৪ সালে আত্মহত্যার হার প্রতি লক্ষে ৯.৮৭-এ কমিয়ে এনেছে। যা ২০২৩ সালের আত্মহত্য়ার সময় থেকে ৪০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। ২০২৩ সালে এই বাহিনীতে আত্মহত্যার হার প্রতি লক্ষে ছিল ১৬.৯৮ । মোট ১৫ টি আত্মহত্যার ঘটনা ছিল।
২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ১৫ জন। সিআইএসএফের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে ছিল ২৫ জন, ২০২২, সালে ২৬ জন, ২০২১ সালে ২১ জন, এবং ২০২০ সালে ছিল ১৮ জন। যে তথ্যগুলি বিচার করে দেখা যাচ্ছে, আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সক্রিয় ভিত্তিতে তাদের কর্মীদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি মোকাবিলা করার জন্য বাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপের একটি সিরিজ অনুসরণ করেছে।
প্রসঙ্গত দেশজুড়ে গত কিছু বছরে কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সামনে এসেছিল। প্রতি বছরই বিভিন্ন জায়গায় সিআইএসএফ কর্মীদের আত্মহত্যার সংখ্যা বাড়ছিল। যা নিয়ে ব্যাপক হইচই হয়। তবে ২০২৪ এর পরিসংখ্যান নিয়ে আশা ব্যক্ত করা হয়েছে সিআইএসএফের তরফে।