October 6 supermoon: নভেম্বরের পূর্ণিমায় যে চাঁদ উঠবে, তা অত্যন্ত স্পেশাল, কেন?

গত ৬ অক্টোবরের সুপারমুন দেখতে না পেরে আফসোস করছেন? চিন্তা নেই, মহাজাগতিক সেই অপূর্ব দৃশ্য ফের দেখা যাবে আকাশে। আসছে ৫ নভেম্বর ২০২৫, রাতের আকাশকে আবারও আলোকিত করতে ফিরছে সুপারমুন। বছরের অন্যতম উজ্জ্বল ও বৃহত্তম পূর্ণিমা।

Advertisement
 নভেম্বরের পূর্ণিমায় যে চাঁদ উঠবে, তা অত্যন্ত স্পেশাল, কেন?
হাইলাইটস
  • গত ৬ অক্টোবরের সুপারমুন দেখতে না পেরে আফসোস করছেন?
  • চিন্তা নেই, মহাজাগতিক সেই অপূর্ব দৃশ্য ফের দেখা যাবে আকাশে।

গত ৬ অক্টোবরের সুপারমুন দেখতে না পেরে আফসোস করছেন? চিন্তা নেই, মহাজাগতিক সেই অপূর্ব দৃশ্য ফের দেখা যাবে আকাশে। আসছে ৫ নভেম্বর ২০২৫, রাতের আকাশকে আবারও আলোকিত করতে ফিরছে সুপারমুন। বছরের অন্যতম উজ্জ্বল ও বৃহত্তম পূর্ণিমা।

রাতের আকাশে এক ঝলক তাকালেই দেখা যাবে বিশাল, দীপ্ত চাঁদ। যা আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য এক স্বর্গীয় উপহার হতে চলেছে।

সুপারমুন কী?
বিজ্ঞান বলছে, সুপারমুন হল এমন একটি পূর্ণিমা যখন চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে বা ‘পেরিজি’-তে থাকে।

এই সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬৩,৩০০ কিলোমিটার দূরে অবস্থান করে, যেখানে তার সবচেয়ে দূরবর্তী বিন্দু (অ্যাপোজি) প্রায় ৪০৫,৫০০ কিলোমিটার।

এই নৈকট্যের ফলে চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় ১৪% পর্যন্ত বড় এবং ৩০% পর্যন্ত বেশি উজ্জ্বল দেখা যায়। যদিও খালি চোখে এই আকারের পার্থক্য খুব স্পষ্ট নয়, তবুও দিগন্তের কাছে উঠতে থাকা চাঁদের দৃশ্য অনেক সময়ই চোখ ধাঁধিয়ে দেয়।

৫ নভেম্বরের মহাজাগতিক আয়োজন
আসন্ন ৫ নভেম্বরের সুপারমুন হবে বছরের অন্যতম উজ্জ্বলতম এবং বৃহত্তম পূর্ণিমা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি হবে এমন এক সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থান করবে এবং সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় সরলরেখায় অবস্থান করবে। ফলে এই দিনে চাঁদের আলোকচ্ছটা আরও বেশি দীপ্ত হবে।

সাধারণ দর্শকদের জন্য এটি হবে এক অনন্য সুযোগ। ক্যামেরা হাতে কিংবা খালি চোখে, আকাশের এই দৃশ্য উপভোগ করা যাবে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই।

বৈজ্ঞানিক প্রভাব
সুপারমুন শুধু দৃষ্টিনন্দনই নয়, এর প্রভাব পৃথিবীতেও পড়ে। এই সময় চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ সামান্য বেড়ে যায়, যার ফলে উচ্চ জোয়ার বা 'পেরিজিয়ান স্প্রিং টাইড' সৃষ্টি হতে পারে। যদিও এই পরিবর্তন সাধারণত ক্ষতিকর নয়, উপকূলবর্তী এলাকায় জোয়ারের উচ্চতা কিছুটা বাড়তে পারে।

আকাশপ্রেমীদের জন্য বার্তা
যাঁরা অক্টোবরের সুপারমুন মিস করেছেন, তাঁদের জন্য নভেম্বরে এ এক দারুণ সুযোগ। পরিষ্কার আকাশে, শহরের আলো থেকে দূরে কোনও উঁচু জায়গায় দাঁড়ালেই দেখা যাবে আকাশজোড়া দীপ্তিময় চাঁদ।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের পর কিছু সময়ের মধ্যেই চাঁদ আকাশে বড় ও উজ্জ্বল দেখা দেবে, যেন স্বর্গ ছুঁয়ে যাচ্ছে। সুতরাং ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। 

 

POST A COMMENT
Advertisement