দুর্গাপুর গণধর্ষণ: বাংলা VS ওড়িশা, 'চাপ তৈরি'র হুঁশিয়ারি CM মোহন মাঝির

দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। দুর্গাপুরকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির জন্য সব জায়গা থেকে চাপ তৈরি করা হবে, সেই আশ্বাসও নির্যাতিতার পরিবারকে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

Advertisement
দুর্গাপুর গণধর্ষণ: বাংলা VS ওড়িশা, 'চাপ তৈরি'র হুঁশিয়ারি CM মোহন মাঝিরনির্যাতিতাকে ন্যায়বিচারের আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রীর

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে দেখতে সোমবার সেখানে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন তিনি। এরাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। এই ঘটনায় রাজ্যের মমতা সরকারের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন বাংলার বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। আর এই আবহেই দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। দুর্গাপুরকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির জন্য সব জায়গা থেকে চাপ তৈরি করা হবে, সেই আশ্বাসও নির্যাতিতার পরিবারকে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

 সোমবার নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান ওড়িশা মহিলা কমিশনের প্রধান শোভনা মোহান্তি। ওই সময় নির্যাতিতা, তাঁর পরিবার এবং মহিলা কমিশনের প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। পরে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, দুর্গাপুরকাণ্ডে দ্রুত সুবিচারের জন্য সর্বস্তর থেকে চাপ তৈরি করা হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

CMO  তরফে জানান হয়, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন,  রাজ্য সরকার নির্যাতিতার  দ্রুত আরোগ্য এবং তাঁর স্বাভাবিক জীবনযাপন এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, নিয়ম অনুসারে এর ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী নির্যাতিতার মায়ের সঙ্গেও কথা বলেছেন। ওড়িশা সরকার এই ঘটনার দোষীদের দ্রুতশাস্তি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মোহান্তির সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী তাঁকে পশ্চিমবঙ্গ সরকারকে সঙ্গে যোগাযোগ বজায় রাখার এবং নির্যাতিতাকে অবিলম্বে ন্যায়বিচার প্রদানের জন্য প্রচেষ্টা চালানোর পরামর্শ দেন এবং বলেন যে চাপ তৈরির জন্য সমস্ত ফোরাম ব্যবহার করা হবে।

নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রীর ফোনালাপের একটি ভিডিয়ো পরবর্তী সময়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে পাঠায় সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর। সেখানে নির্যাতিতার উদ্দেশে মোহনতরণ মাঝি বলেন, 'একদম চিন্তা করবেন না। ওড়িশা সরকার আপনার এবং আপনার পরিবারের সঙ্গে সব রকম ভাবে রয়েছে। আমরা সব কিছু দেখে নেব। ধৈর্য হারাবেন না। মনে সাহস রাখুন।' 

Advertisement

প্রসঙ্গত এই ঘটনা সামনে আসার পরও প্রতিক্রিয়া দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। গোটা ঘটনায় তিনি মর্মাহত। সেই কথাই লিখলেন নিজের সমাজমাধ্যমে। পাশাপাশি, বাংলা সরকারের সঙ্গে ওড়িশার আধিকারিকদের যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওড়িশার মুখ্যমন্ত্রী লেখেন, ‘ওড়িশার মেয়ের দুর্গাপুরে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি কোনও ভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়। আমি নিজেও এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। খবরটা শুনেই খুব বিচলিত হয়ে গিয়েছিলাম। আপাতত সে রাজ্যের সরকার ও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে আমার একটাই আর্জি, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন।’
 

POST A COMMENT
Advertisement