Naxal Encounter : এক হাজার নকশালকে ঘিরে রেখেছে ২০ হাজার জওয়ান, চলছে অভিযান

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন নকশালমুক্ত ভারত গড়ার। তারই অঙ্গ নকশাল অধ্যুষিত রাজ্যগুলিতে অভিযান চালাচ্ছে সেনা। সূত্রের খবর, ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় এক হাজার নকশালকে ঘিরে রেখেছে প্রায় ২০ হাজার জওয়ান।

Advertisement
এক হাজার নকশালকে ঘিরে রেখেছে ২০ হাজার জওয়ান, চলছে অভিযান File Photo
হাইলাইটস
  • নকশাল বিরোধী অভিযান চালাচ্ছে সেনা
  • প্রায় হাজার নকশালকে ঘিরে রেখেছে ২০ হাজার সেনা জওয়ান

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন নকশালমুক্ত ভারত গড়ার। তারই অঙ্গ নকশাল অধ্যুষিত রাজ্যগুলিতে অভিযান চালাচ্ছে সেনা। সূত্রের খবর, ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় এক হাজার নকশালকে ঘিরে রেখেছে প্রায় ২০ হাজার জওয়ান। ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের সেনা জওয়ানরা যৌথভাবে এই অভিযান চালায়। সূত্রের খবর, এই অভিযানে এখনও পর্যন্ত ৫ জন নকশালকে নিকেশ করেছে জওয়ান। 

সূত্রের খবর, খবর পেয়ে হানা দেন জওয়ানরা। একাধিক বড় বড় নকশাল নেতারা সেখানে উপস্থিত ছিলেন বলেও খবর যায় সেনার কাছে। তারপরই অভিযান শুরু হয়। সূত্রের খবর, মোস্ট ওয়ান্টেড নকশাল নেতা হিদমা ও দেবার লুকিয়ে থাকার খবরও আসে গোয়েন্দাদের কাছে। 

সূত্রের খবর, এই অভিযানে জড়িত রয়েছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG), বস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (STF), রাজ্য পুলিশের সমস্ত ইউনিটের পাশাপাশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং এর এলিট কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা) সহ বিভিন্ন ইউনিটের নিরাপত্তা কর্মীরা। 

নকশালদের পালানোর সমস্ত পথ বন্ধ করতে নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত কারেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে। ঘন জঙ্গল এবং পাহাড়ের একটি অংশ দিয়ে ঘেরা ওই এলাকাকে নকশালদের ঘাঁটি বলা হয়। কয়েকদিন আগে, নকশালরা একটি প্রেস নোট জারি করে জানিয়েছিল, ওই অঞ্চলে প্রচুর আইইডি পোঁতা আছে। কেউ যেন সেখানে প্রবেশের চেষ্টা না করে। 

এবছর ছত্তিশগড়ে পৃথক এনকাউন্টারে এখনও পর্যন্ত প্রায় ১৫০ জন নকশালকে নিকেশ করা হয়েছে। এর মধ্যে বস্তারে মারা হয়েছে ১২৪ জনকে। ঝাড়খণ্ডে নকশালদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করেছে সরকার। গত সপ্তাহে,ঝাড়খণ্ডের বোকারো জেলায় সিআরপিএফ-এর কোবরা কমান্ডোদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় ৮ নকশাল নেতা। তাদের মাথার দাম ছিল ১ কোটি টাকা। 

 

POST A COMMENT
Advertisement