পহেলগাঁও হামলার বদলা হিসাবে অপারেশন সিঁদুর করে পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারত। এই আবহে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরই পাকিস্তানের ভুয়ো দাবি উড়িয়ে মঙ্গলবার কৌশলে বার্তা দিলেন মোদী।
মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে সারপ্রাইজ ভিজিটে যান মোদী। জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর নানা ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, জওয়ানদের দিকে হাত নাড়ছেন মোদী। সঙ্গে রয়েছে মিগ-২৯ যুদ্ধবিমান। পিছনে স্পষ্ট দেখা যাচ্ছে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।
প্রধানমন্ত্রীর এহেন ছবি বিশেষ অর্থবহ বলেই মনে করা হচ্ছে। পাকিস্তান দাবি করেছিল যে, তাদের জেএফ-১৭ বিমান ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমকে নাকি আদমপুরে ধ্বংস করেছে। পাকিস্তানের এহেন দাবি মঙ্গলবার আদমপুরে গিয়ে কার্যত ফুৎকারে ওড়ালেন। পাশাপাশি, মোদীর এই ছবি বুঝিয়ে দিয়েছে যে, দেশের সুরক্ষার প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও।
সোমবার রাতে অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন মোদী। তার পরদিনই ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে মোদীর এহেন কৌশলী বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আদমপুর বায়সেনা ঘাঁটি নিয়ে কী দাবি করেছিল পাকিস্তান?
গত সপ্তাহে সংঘাতের আবহে ভারতের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ড্রোন, মিসাইল ছুড়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সেই হামলার ছক রুখে দিয়েছে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার তৈরি এই সিস্টেমের ভারতীয় নাম সুদর্শন চক্র।
তবে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল যে, আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে এস-৪০০ ধ্বংস হয়েছে। আগেই পাক সেনার এমন মিথ্যাচার নিয়ে সরব হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এদিন আদমপুরে গিয়ে মোদী পাকিস্তানের সেই ভুয়ো দাবিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। প্রধানমন্ত্রী এদিন যে ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা গিয়েছে, কোনও ক্ষতি হয়নি আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে।