India-Pakistan Airstrike 2025: ‘ঘুম ভাঙল বিস্ফোরণে, ৪টি ড্রোন সব উড়িয়ে দিল,' ধ্বংসলীলার সাক্ষী পাকিস্তানি যুবক যা বললেন

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যেই কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) জঙ্গিঘাঁটিতে চালানো হয় এক অভূতপূর্ব বিমান হামলা।

Advertisement
‘ঘুম ভাঙল বিস্ফোরণে, ৪টি ড্রোন সব উড়িয়ে দিল,' ধ্বংসলীলার সাক্ষী পাকিস্তানি যুবক যা বললেন
হাইলাইটস
  • পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যেই কড়া জবাব দিল ভারত।
  • মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) জঙ্গিঘাঁটিতে চালানো হয় এক অভূতপূর্ব বিমান হামলা।

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যেই কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) জঙ্গিঘাঁটিতে চালানো হয় এক অভূতপূর্ব বিমান হামলা। ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানে মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় এবং একাধিক জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়।'

প্রত্যক্ষদর্শীর চোখে সেই রাত
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক গ্রামবাসী জানান, 'রাত প্রায় ১২:৪৫ মিনিট, আমরা ঘুমোচ্ছিলাম... প্রথমে একটি ড্রোন এলো, তারপর একে একে আরও তিনটি ড্রোন আকাশে দেখা দিল। সেগুলি মসজিদের দিকেও আঘাত হানে... সবকিছু ধ্বংস হয়ে যায়।'

এই ব্যক্তি নিজে চোখে দেখে জানিয়েছেন, কিভাবে মুহূর্তের মধ্যে বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। তাঁর মতে, এই হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে।

২৫ মিনিটে কড়া বার্তা
সূত্রের খবর অনুযায়ী, এই অভিযান চলে মাত্র ২৫ মিনিট। ভারতীয় সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনী মিলিতভাবে এই নির্ভুল আক্রমণ চালায়। হামলার লক্ষ্য ছিল ৯টি গুরুত্বপূর্ণ ঘাঁটি—যার মধ্যে ৪টি পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং ৫টি পাক অধিকৃত কাশ্মীরে। এই স্থানগুলো ছিল জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি।

প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে, এই অভিযানে প্রায় ৯০ জন সক্রিয় জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনা, আইএসআই ও এসএসজি-র কিছু ইউনিট এই ঘাঁটিগুলিকে রক্ষা ও প্রশিক্ষণে সাহায্য করছিল বলেও জানা গিয়েছে।

পাকিস্তানের প্রতিক্রিয়া ও এলওসি উত্তপ্ত
এই হামলাকে 'খোলা যুদ্ধ' বলে চিহ্নিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, 'আমরা যথাযথ জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখি।' এর পরই কাশ্মীর সীমান্তে পাকিস্তান শুরু করে ব্যাপক গোলাবর্ষণ। পুঞ্চ ও রাজৌরিতে গুলির লড়াইয়ে ইতিমধ্যেই বেশ কিছু গ্রামবাসীর প্রাণ গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবিলম্বে এলওসি-সংলগ্ন গ্রামগুলিতে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

Advertisement

আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ভারতের এই হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ একাধিক দেশকে ভারতের তরফে বিস্তারিতভাবে জানানো হয়েছে এই অভিযান সম্পর্কে। এই হামলাকে ভারতের আত্মরক্ষার অধিকারের অংশ বলেই ব্যাখ্যা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।


 

POST A COMMENT
Advertisement