Advertisement

Operation Sindoor Latest Live Updates: জয়সলমীঢ়ে দুটি পাক ড্রোন ধ্বংস, অবন্তীপোরা বিমান ঘাঁটির কাছে ১৫-২০টি বিস্ফোরণের শব্দ

Aajtak Bangla | কলকাতা | 09 May 2025, 11:42 PM IST

অপারেশন সিঁদুরের পর আতঙ্কে পাকিস্তান। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান উত্তেজনা

বৃহস্পতিবার পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধমপুরে হামলার চেষ্টা করে। প্রতিটি হামলাই রুখে দিয়েছে ভারত। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, পাকিস্তান থেকে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে ভারতের অত্যাধুনিক S-400 ডিফেন্স সিস্টেম সমস্তটাই রুখে দিয়েছে।

ভারত পাক-দখলকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসবাদী শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জঙ্গি শিবির ধ্বংস করার পরেই পাকিস্তান পাল্টা এই হামলা চালায়। অপারেশন সিঁদুরের পর আতঙ্কে পাকিস্তান। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

11:42 PM(7 months ago)

বৈঠকে বসবেন রাজনাথ

Posted by :- Soumen Karmakar

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে শনিবার সকাল দশটায় সিডিএস ও তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 
 

10:39 PM(7 months ago)

অমৃতসরে ড্রোন হামলার চেষ্টা

Posted by :- Soumen Karmakar

অমৃতসরের ৫ জায়গায় ১৫টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা। সূত্রের খবর, সব ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অমৃতসরে এখন লাল সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ নাগরিকদের ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে।  

10:31 PM(7 months ago)

ভারত-পাকিস্তান উত্তেজনা: ১১টি স্থানে ড্রোন বাজেয়াপ্ত

Posted by :- Subhankar Mitra

সীমান্ত এলাকায় ড্রোন নিয়ে সাধারণ মানুষের উপর হামলার চেষ্টা করছে পাকিস্তান। সব চেষ্টাই ব্যর্থ করেছে ভারত।

– সাম্বা (জম্মু ও কাশ্মীর) – গোলাবর্ষণ এবং ড্রোন হামলা খবর মিলেছে।
- কুপওয়ারা (উত্তর কাশ্মীর) - নিয়ন্ত্রণ রেখায় ভারী গোলাবর্ষণ।
– উরি (বারামুলা) – গোলাগুলির খবর।
- নওগাম-হান্দওয়ারা সেক্টর - ভারী গোলাবর্ষণ।
– পুঞ্চ (জম্মু ও কাশ্মীর) – গোলাগুলির খবর।
- জম্মু - ড্রোন দেখা গেছে, ব্ল্যাকআউট জারি করা হয়েছে, সাইরেন বাজছে।
– পাঠানকোট (পাঞ্জাব) – ড্রোন দেখা গেছে। ব্ল্যাকআউট।
- পোখরান (রাজস্থান)- সামরিক এলাকার কাছে ড্রোন বাজেয়াপ্ত।
- অমৃতসর (পাঞ্জাব) - পাকিস্তানি ড্রোন হামলা।
- রাজৌরি (জম্মু ও কাশ্মীর) - ড্রোন হামলা। পাল্টা দিচ্ছে ভারত।

9:58 PM(7 months ago)

প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

Posted by :- Subhankar Mitra

প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে (৭এলকেএম) চলছে উচ্চ-পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

Advertisement
9:19 PM(7 months ago)

যুদ্ধবাজ পাকিস্তান

Posted by :- Subhankar Mitra

ভারতের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প নেই। একটি পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধের জিগির তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। তিনি জানান,'এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া আর কোনও পথ নেই। ওদের ভাষাতেই জবাব দিতে হবে'।

9:15 PM(7 months ago)

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান

Posted by :- Subhankar Mitra

আবারও সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় সীমান্তের ওপার থেকে গোলাগুলি শুরু হয়। উরি সেক্টরে পাকিস্তানের দিক থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়। সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুঞ্চ এবং কুপওয়ারা সেক্টরেও সীমান্তেও গুলি চালিয়েছে তারা। সীমান্তের ওপার থেকে মর্টারও ছোড়া হয়েছে। নওগাম হান্দওয়ারা সেক্টরেও পাকিস্তানের দিক থেকে গোলাগুলি ছোড়া হয়েছে।
 

5:51 PM(7 months ago)

পুঞ্চের গুরুদ্বারে হামলা চালানো হয়: বিক্রম মিস্রি  

Posted by :- Madhurma Dev

ভারতীয় সেনা দায়িত্বশীলের মতো জবাব দিয়েছে। ভারতীয় বায়ুসেনা যথেষ্ট সংযম দেখিয়েছে। পুঞ্চের গুরুদ্বারে হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করছে ভারত নিজেই অমৃতসরে হামলা করছে। এসব মিথ্যে কথা, বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে: বিক্রম মিস্রি  
 

5:48 PM(7 months ago)

পুঞ্চে পাকিস্তানের হামলায় ২ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে: বিক্রম মিস্রি

Posted by :- Madhurma Dev

লেহ থেকে ক্রিক পর্যন্ত হামলা চালায় পাকিস্তান। কর্তারপুর সাহেব করিডর এখন বন্ধ রাখা হবে। পুঞ্চে পাকিস্তানের হামলায় ২ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে: বিক্রম মিস্রি

5:39 PM(7 months ago)

পাকিস্তান নিজেদের যাত্রিবাহী বিমান ঢালের মতো ব্যবহার করছে: কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Madhurma Dev

আজ মধ্যরাতে পশ্চিমী সেনার ওপর হামলা চালায় পাকিস্তানি সেনা। অস্ত্র, গুলিবর্ষণ করেছে। ৩৬টি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করে। ড্রোনগুলির ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এগুলি তুর্কির বলে মনে করা হচ্ছে। ভাতিন্ডায় হামলা চালানো হয়। ভারত সব প্রতিরোধ করেছে। একটা ড্রোন এডি রেডার সিস্টেম ধ্বংস করে। ভারতের কিছু জওয়ান শহিদ হয়েছেন। পাকিস্তানি সেনাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ না করেই আক্রমণ করেছে। এটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। পাকিস্তান নিজেদের নাগরিক বিমান ঢালের মতো ব্যবহার করছে।: কর্নেল সোফিয়া কুরেশি

Advertisement
4:09 PM(7 months ago)

রাতভর সব সিনেমা হল বন্ধ

Posted by :- Arindam

ভারত-পাকিস্তান তপ্ত পরিস্থিতিতে পঞ্জাবের মোহালিতে রাতে সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিল সরকার। ৮ তারিখ রাতে ভারতে ২৪টি শহরে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। ৫০০টি ছোট ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান।

2:57 PM(7 months ago)

ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Posted by :- Soumick Majumdar
শুক্রবার ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী (EAM) এস জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহে সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করেন তাঁরা। X-এ এস জয়শঙ্কর লেখেন 'আজ বিকেলে ব্রিটেনের বিদেশ সচিব @DavidLammy-র সঙ্গে ফোনে কথা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া উচিত নয়।'
2:43 PM(7 months ago)

ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Posted by :- Soumick Majumdar

ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

2:20 PM(7 months ago)

পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে ওমর আবদুল্লাহ

Posted by :- Soumick Majumdar

পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণে আহতদের সঙ্গে দেখা করতে সরকারি হাসপাতালে যান, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দেখুন সেই ছবি-

2:15 PM(7 months ago)

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তার জন্য কী কী করা হচ্ছে রাজ্যের তরফে, তার আপডেট চান। রাজ্যের প্রস্তুতি এবং চলমান সরকারি কার্যক্রম সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী মোদী সীমান্তবর্তী বনসকন্ঠা, কচ্ছ এবং জামনগর জেলাগুলির বিষয়ে আলোচনা করেন।
Advertisement
2:09 PM(7 months ago)

গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Soumick Majumdar

গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তার বিষয়ে আলোচনা করলেন তিনি।

12:40 PM(7 months ago)

সাইবার নিরাপত্তা নিয়ে বৈঠক

Posted by :- sumana
আজ সন্ধ্যায় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
12:15 PM(7 months ago)

স্থগিত হয়ে গেল আইপিএল

Posted by :- Souradip

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এবারের আইপিএল। 

12:09 PM(7 months ago)

পাকিস্তানের ওকারায় সেনা ক্যান্টনমেন্টে ড্রোন হামলা

Posted by :- Soumick Majumdar

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওকারা সেনা ক্যান্টনমেন্টে ড্রোন হামলা চালিয়েছে ভারত। আজ সকালে এই আক্রমণ চালানো হয়েছে। গতকাল, পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে আক্রমণ করার চেষ্টা করে। তবে ভারতীয় সেনাবাহিনী সেই প্রচেষ্টা ব্যর্থ করে। গত রাতে, সাম্বায় একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে  বিএসএফ। পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করা সাতজনই নিহত হয়েছে। এই সন্ত্রাসবাদীরা জইশ-ই-মহম্মদের সদস্য বলে জানা গিয়েছে।

11:24 AM(7 months ago)

সিডিএস এবং তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং

Posted by :- Soumick Majumdar

আজ বড় মিটিংয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  বৈঠকে সিডিএস অনিল চৌহান এবং তিন সেনাপ্রধান অংশগ্রহণ করেছেন। এই বৈঠকে ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। ভবিষ্যতের স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হবে।

Advertisement
11:21 AM(7 months ago)

পাকিস্তানের ওকারা সেনাঘাঁটিতে ড্রোন হামলা ভারতের

Posted by :- Rupsa

পাকিস্তানের ওকারা সেনাঘাঁটিতে ড্রোন হামলা ভারতের। শুক্রবার সকালেই চালানো হয় হামলা 

Load More
Advertisement