Modi Speech : 'পাকিস্তানের বুকে আঘাত করেছি...' মোদীর ভাষণের ১০ গুরুত্বপূর্ণ পয়েন্টস
PM Modi Speech on Operation Sindoor : অপারেশন সিঁদুরের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত কেন অপারেশন সিঁদুর করল তার তাৎপর্য বুঝিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারিও দেন নমো।
Narendra Modi- দিল্লি ,
- 12 May 2025,
- (Updated 12 May 2025, 9:56 PM IST)
হাইলাইটস
- অপারেশন সিঁদুরের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- কী কী বললেন তিনি? একনজরে
অপারেশন সিঁদুরের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত কেন অপারেশন সিঁদুর করল তার তাৎপর্য বুঝিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারিও দেন নমো। সাফ জানান, সন্ত্রাসবাদের কাছে দেশ মাথা নত করবে না। পরমাণু যুদ্ধের হুমকি দিলেও থামানো যাবে না ভারতকে। পাকিস্তানকে পরামর্শও দেন তিনি। জানান, জঙ্গিবাদ সেই দেশ থেকে শেষ না হলে পাকিস্তান একদিন নিজেই ধ্বংস হয়ে যাবে। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তুলে তিনি জানান, এটাই এখন ভারতের নিউ নর্মাল।
প্রধানমন্ত্রীর ১০ গুরুত্বপূর্ণ বক্তব্য
- ১) 'আজ জঙ্গিরা বুঝতে পেরেছে ভারতের শক্তি। দেশের মা-বোনেদের সিঁদুর মোছার পরিণতি কী হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে জঙ্গিরা।'
-
- ২) 'অপারেশন সিঁদুর কেবল এক অপারেশন নয়, ন্যায়বিচারের এক অটুট অঙ্গীকার।'
-
- ৩) 'সন্ত্রাসবাদীরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছেছে সেই কারণেই ভারত জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে।'
-
- ৪) 'পাকিস্তান সীমান্তে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভারত পাকিস্তানের বুকে আঘাত করেছে।'
-
- ৫) 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অপারেশন সিঁদুর নতুন দিশা তৈরি করেছে। দেশের অবস্থান স্পষ্ট হয়েছে। এটাই এখন নিউ নরম্যাল।'
- ৬) 'এখন যুদ্ধের যুগ নয়। কিন্তু সন্ত্রাসবাদেরও নয়।'
-
- ৭) 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এটাই ভারতের নীতি। বিশ্বের কাছে তা পরিষ্কার।'
-
- ৮) 'পাকিস্তানি সেনাবাহিনী, সরকার যেভাবে সন্ত্রাসবাদকে লালন- পালন করছে, একদিন তাদের জন্যই পাকিস্তান ধ্বংস হবে।'
- ৯) সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্যও। রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হবে না।'
- ১০) 'যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তবে তা সন্ত্রাসবাদ নিয়েই হবে। PoK নিয়ে হবে।'